আমাদের কথা খুঁজে নিন

   

আমার দেখা এই ঈদ এর প্রথম দিনের শ্রেষ্ঠ অনুষ্ঠান

ুসমুদ্রেই যার শিয়র শিশিরে তার কিসের ভয় আজ সময় টিভি তে হেলাল হাফিজ ও শমি কায়সার এর একটা টক শো দেখলাম। আমার মতে ঈদ এর প্রথম দিনের শ্রেষ্ঠ অনুষ্ঠান ছিল এটি। অনেক মান হীন অনুস্কষ্ঠানের ভিড়ে চমৎকার একটি অনুষ্ঠান। প্রথাগত টক শো না, দুই জন ই প্রশ্ন করেছে আবার দুই জন ই উত্তর দিয়েছে। প্রিয় কবি সম্পর্কে অনেক কৌতূহল ছিল।

অনেক কিছুই জানলাম। পুরো অনুষ্ঠান টি হয়েছে সোনারগাঁ এর বিভিন্ন লোকেশনে, যেমন- যাদুঘর, তাজমহল, পানাম্নগর। কামেরাতগ্রাফি থেকে শুরু করে কনসেপ্ট পরিচালনা সবকিছুই ছিল দারুন মানসম্মত। দারুন উপভোগ্য একটি অনুষ্ঠান ছিল। তবে আক্ষেপ হল অনুষ্ঠান টি মনে হল শেষ হয়েও শেষ হয়নি।

আরও কিছুক্ষন হলে ভালো লাগত। আজকের তার করা একটি কথা আমি হয়তো জিবনে বহুবার কোট করবঃ পৃথিবীতে দুই রকমের লোক আছে, যারা তাজমহল দেখেছে আর যারা তাজমহল দেখেনি। কথাটি প্রাসংগিক ভাবে এতটাই মানান্সই হয়েছে যে আমি নিজেই নির্বাক হয়ে গেছি। এক কথায় দুর্দান্ত। হেলাল হাফিজ এর আবৃত্তি আর শমি কায়সারের খালি গলায় গান আর আবৃত্তি, অসাধারন।

শেষে প্রিয় হেলাল হাফিজের লেখা আমার প্রিয় একটি কবিতা কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট ! লাল কষ্ট নীল কষ্ট কাঁচা হলুদ রঙের কষ্ট পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট 'মালটি-কালার' কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট । ঘরের কষ্ট পরেরর কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট চোখের বুকের নখের কষ্ট, একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.