আমাদের কথা খুঁজে নিন

   

শরৎ এলেই

শরৎ এলেই কেমন তালপুকুরে ডালপুকুরে মনে হয় মনে হয় আকাশটা কেমন ঝেড়েমুছে কে যেন খুব ঠিকঠাক করে রেখে গেছে যেন এক বিশাল ক্যানভাস-বিশাল নীলের উপরে শাদা চিত্রের খেলা আর খুব অলস ভঙ্গিতে ডানা-ভাসা বকেদের দল। আর কাশবন, সে এক অন্যরকম খেলা মুহূর্তে উদাস হয়ে যাওয়া অনুভূতি, যেন পৃথিবী খুব নৈপুণ্যে পূনর্বার দেখিয়ে দিচ্ছে রহস্যের মাজেজা; প্রাণবন্ত ঘাসের ওপর শিশিরের আর্দ্র চুমু। শরৎ এলেই আমাদের শিউলি গাছটি কেমন আড়মোড়া ভেঙ্গে জেগে ওঠে আর ভোরে ম ম বাতাসে খুব আলতো ছুঁয়ে যায় এ এক আলাদা আদর যা বিরল আর তূলনারহিত যা শীতল, আর্দ্র আর মায়াপরবশ। শরৎ এলেই কেমন স্বপ্নাতুর আমি আলস্যে ভরপুর শিউলি পতনের দৃশ্য দেখি দেখি আমাদের পুরনো পুকুরে লাল পদ্মের ভেতর মিথুনে লাস্যে মেতে উঠেছে হাঁসেদের ঝাঁক। শরৎ এলেই আমি খুব প্রাকৃতিক মানুষ হয়ে উঠি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।