আমাদের কথা খুঁজে নিন

   

১,২ সাড়ে তিন রাইত পোহালে ঈদের দিন

ঈদ এসেছে কিন্তু আলাদা নতুন কোন আনন্দ নেই মনে, বাড়ির ছোট্ট দুটি ভাগিনি খুব আনন্দ করছে, তাদের আনন্দ দেখে আমারও ভাল লাগছে। ইফতারের পর দল বেধে খোলা মাঠে যেতাম চাদ দেখার জন্য, আর চাদ না দেখলেও দেখা হয়েছে। কারন বড়রা দেখেছে, তারপর শুরু হত মিছিল, ১,২ সাড়ে তিন রাইত পোহালে ঈদের দিন। ঈদের আগের দিন এমন মিছিলে অনেক অংশগ্হন করেছি, তারপর আতশবাজি কিনতাম, বোম কিনতাম আর ফোটাতাম। আব্বু-আম্মু টাকা না দিলেও আগে থেকে জমানো টাকা দিয়ে এগুলো করতাম।

রাত্রে বোনদের সাথে মিলে হাতে লাল মেহেদি দিতাম। সকালে দেখতাম কার হাত কতটুকু লাল হয়েছে। নতুন কাপড় চোপড় পরে রওনা হতাম মসজিদে। যান্ত্রিক এ জীবনে সব কিছুতেই যন্ত্রের ছাপ, নেই কোন আনন্দ অনুভূতি, কিছুটা নি:স্ঙতা, আর কিছুটা যান্ত্রিক প্রভাব। বৎসরে জামা কিনা হত কেবল ঈদ উপলক্ষেই তাই নতুন জামা পেলে খুশির অন্ত থাকত না।

এই তো রোজার শুরুতেই বেশ কয়েক সেট জামা কিনলাম, জুতা কিনতে ইচ্ছে করল না, তাই কিনলাম না। কিন্তু নতুন জামা পাওয়ার যে একটা আনন্দ ছিল, সে আনন্দের লেশ মাত্র নেই। ঈদটা অনেকটা কেমন কেমন যিনি হয়ে গেছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।