আমাদের কথা খুঁজে নিন

   

আজ হ্যাঁ দিবস !

মেঘেদের বলেছি ,বাধ্য মেয়ের মতো চুপটি করে বসো একদম ছুটোছুটি না এই যে সূর্যি মামা , আপনি আজ একদম রাগ করবেন না কিন্তু আজ কোন আগুন জ্বলবে না ,পুব দিকেই লক্ষ্মী হয়ে থাকুন পশ্চিম দিকটা ভালোয় ভালোয় চাঁদকে ছেড়ে দিন । জোনাকিদের লাল বেনারসির লোভ দেখিয়ে সার বেঁধে দাঁড় করিয়েছি ; হাতে নিতে বলেছি কাঠগোলাপ হিজল আর কদমগুলো বসে থেকে থেকে পথের আঁচলে ঘুম গেছে ক্লান্তিতে পথের সব কটা কৃষ্ণচূড়া আর জারুলের ডালে কিচিরমিচির করছে প্রিয় চড়ুই যেন প্রতিজ্ঞা করেছে ,গানে গানে আজ হার মানাবে দোয়েলকে ! আরে ! দেখো ,দেখো !নদীগুলো কেমন দুর্দান্ত সেজেছে গায়ে শাপলা ফুল শাড়ি , কপালে কচুরি টিপ ঠিক তোমার মতোই মিষ্টি সে ! আর আমি ? তোমার দেয়া সেই নীল পাঞ্জাবী পরলাম আচ্ছা ,তোমরা মেয়েরা এতো নীল ভালোবাসো কেন ? সত্যি বলতে কি , সেলুনের ভিড় আজ একটুও খারাপ লাগেনি অনেক দিন বাদে তুমি আসবে বলেছো সব কি সাধারণ হতে দিতে পারি ? আজ সব নিষেধের ছুটি ! তোমার জন্য আজ সবটাতেই হ্যাঁ ! আজ হ্যাঁ দিবস ! আজ যে দেখা হবে ! ০৯০৮১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।