আমাদের কথা খুঁজে নিন

   

অণু গল্প - স্যরি, রং নাম্বার

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই ‘হ্যালো। ’ ‘কে ?’ ‘তুমি এখন কোথায় ?’ ‘কে আপনে ?’ ‘তুমি কি বিজি ?’ ‘না। ’ ‘তুমি এখন কোথায় ?’ ‘কে আপনে ?’ ‘তুমি আমাকে চিনতে পারছ না ?’ ‘না। ’ ‘বল কি !’ ‘সত্যি তো বলছি। ’ ‘আমি তোমাকে একটা কথা বলার জন্য ফোন করলাম।

’ ‘বলেন। ’ ‘এখন বলব ?’ ‘হ্যা, বলেন। ’ ‘পরে বলি ?’ ‘পরে কেন ?’ ‘না মানে .. সব কথা তো ... আচ্ছা তুমি কি বিজি ? ‘না, আমি বিজি না। ’ ‘তুমি এখন কোথায় ?’ ‘আমি এখন মার্কেটে ?’ ‘একা ?’ ‘হ্যা। ’ ‘তোমার সঙ্গে কেউ নেই ?’ ‘না।

’ ‘একা একা মার্কেটে কী কর ?’ ‘আরে ভাই, আপনে কে ?’ ‘তুমি কি রেগে যাচ্ছ ?’ ‘যাব না ? আপনাকে আমি চিনি না, জানি না, আপনার সঙ্গে এত কথা কেন বলব ?’ ‘আমি তোমাকে একটা কথা বলার জন্য ফোন করলাম। ’ ‘তো, বলেন না । ’ ‘বলব ?’ ‘জ্বি। ’ ‘বলব ?’ ‘বললে বলেন। ’ ‘আই লাভ ইউ।

’ ‘জ্বি ?’ ‘আই লাভ ইউ। ’ ‘তো ?’ ‘আই লাভ ইউ। ’ ‘শুনলাম তো। ’ ‘এখন উত্তর দাও। ’ ‘কী উত্তর দেব ?’ ‘হ্যা, বল।

‘বললাম হ্যা। তো ?’ ‘আবার বল । ’ ‘বললাম। ’ ‘তুমি হ্যা বলছ তো ?’ ‘বললাম তো। ’ ‘সত্যি ?’ ‘হ্যা, সত্যি ।

’ ‘আবার বল, সত্যি। ’ ‘সত্যি, সত্যি, সত্যি। ’ ‘তুমি এখন কোন মার্কেটে ?’ ‘এই তো জাহান আলী মার্কেটে। ’ ‘তুমি কোথায় থাক ?’ ‘জাহান আলী মার্কেটের পাশে। ’ ‘তুমি কে ?’ ‘ কেন ?’ ‘স্যরি, রং নাম্বার।

’ ‘ও আচ্ছা। ’ ‘স্যরি, রং নাম্বার। ’ ‘একবার তো বলেছেন। ’ ‘আই এম স্যরি। ’ ‘ইটস ওকে।

’ ‘স্যরি। ’ ‘ওকে। ’ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।