আমাদের কথা খুঁজে নিন

   

ভণ্ড বাবা (একটি বাঁশমুলক পেরেডী গান)

মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত। https://www.facebook.com/altamash.bd বাবা তোমার জামার নিচে গাজার পুরিয়া ক্যান লুকাও। একা একা খাইবা কত, আমাগরেও কিছু দাও। অন্যের বউরে আদর কর, রাত কাটে আনন্দময়।

তোমার বউরে দাওনা একটু, আমাগোর তো মনে কয়। তোমার রাতের ভিডিওটা ইউ টিউবে ছাইরা দাও। একা একা দেখবা কত আমাগরেও দেখতে দাও। দেওয়ানবাগী, রাজারবাগই,আটরশি আর ভাণ্ডারী, কতো নামে ভণ্ডামি করো, নামাজ রোজা সব ছাড়ি। বেস্ত বেচার কথা কইয়া কতো যে টাকা কামাও! লোকজনরে বোকা পাইয়া কেন এতো টাকা নাও।

খাইবা সেদিন ধরা যেদিন জারিজুরি হইব ফাঁস। জনগণে চেতলে দেইখো দিবো আইক্কাওয়ালা বাঁশ। তাইতো বলছি, সময় থাকতে যদি নিজের ভালো চাও। ভণ্ডামি সকল ছাইরা ভালো মানুষ হইয়া যাও। ২৫শে জানুয়ারিতে ২০১২ তে লিখা।

কপিরাইট লেখকের। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।