আমাদের কথা খুঁজে নিন

   

ইমামতির বিনিময়ে অর্থ গ্রহণ

শান্তিবাদ প্রচলিত ধারায় বলা হয়ে থাকে কোরান বহির্ভূত (কোরানে পাওয়া যায় না) যে সমস্ত কথা/কাজ রাছুল বলেছেন/করেছেন সে সমস্ত কথা/কাজ মানুষের জন্য ছুন্নত! যেমন: রাছুলের মৃত্যুর প্রায় ২৫০ বছর পর রাছুলের নামে ভিনদেশী পার্সীয়ানগং কর্তৃক দলগত পাল্টাপাল্টিভাবে লিখিত সহীহ্/দুর্বল (?) কথামালায় (হাদীছে) বিশ্বাস করত: পালন করা! প্রচলিত শরিয়তের এই ধারার প্রেক্ষিতেই যখন প্রশ্ন করা হয় রাছুল তাঁর জীবদ্দশায় ইমামতির বিনিময়ে অর্থ গ্রহণ করেছেন এমন কোন নজির/ইতিহাস আছে কিনা! প্রচলিত শরিয়ত তখন ষড়যন্ত্রমূলক কৌশল অবলম্বন করে সরাসরি উত্তর না দিয়ে প্রসঙ্গ ছেড়ে দিয়ে অন্য প্রসঙ্গে প্রবেশ করেন, যা শুধু কৌতুকই সৃষ্টি করে! ব্লগে এমন কেউ আছে কী? যিনি সরাসরি উত্তরে বলতে পারবেন রাছুল ইমামতির বিনিময়ে অর্থ গ্রহণ করেছেন?? যদি উত্তর দিতে না পারেন, তাহলে অন্তত: ‘‘প্রচলিত ইমামগং কোন রাছুলের অনুসারী হয়ে অর্থ গ্রহণ করে থাকেন?’’ এই প্রশ্নটি উত্তর দিবেন কী??? বিনীত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.