আমাদের কথা খুঁজে নিন

   

... চাঁদ / অগ্রিম ঈদ মোবারক ...

নিপুণ লেখনীর শানিত গর্জন / লিখব আজ নিপুণ কথন চাঁদ এক মায়াবী স্বত্বার নাম । মায়া করা আলো আর মোহনীয় রূপ দিয়ে সে আমাদেরকে প্রতিনিয়ত আকর্ষণ করে যায় । আমরা চাঁদ দেখে মায়ায় ডুবে যাই, এক অন্যরকমের স্বর্গীয় অনুভূতি কাজ করে আমাদের মাঝে । হৃদয়ে জাগে ভালোবাসা । প্রিয় কিছু মুহূর্তকে স্মরণীয় করে রাখতে, কিংবা প্রিয় মানুষের সাথে রাত-বিরাতে দূরালাপনির মাধ্যমে মনের কথা শেয়ার করতে আমরা ছাদে কিংবা জানালার ধারে বসে চাঁদকে দেখি ।

মনের গহীনে জমে থাকা কষ্ট ভাগাভাগি করে নিতেও আমরা চাঁদের আশ্রয় নেই । চাঁদ কখনই আমাদেরকে ফিরিয়ে দেয় না । যুগ যুগ ধরে কবি-সাহিত্যিকদের অনেক লেখনীর উপকরণ হয়েছে এই চাঁদ । বিশেষ করে জোছনার তো কোন তুলনাই হয় না । জোছনা রাতের মতো সুন্দর সময় আর হতেই পারেনা ।

চাঁদের প্রতি আমারও অনেক দুর্বলতা আছে । ছোটবেলায় বাবার কোলে চড়ে রাতের বেলা ঘুরতে বের হতাম । বাবা বলতো, "দেবু, ঐ দেখ চাঁদ মামা! ও কখনও আমাদের পিছু ছাড়ে না, আমরা যেখানে যাই- ও সেখানেই আমাদের পিছু পিছু যায়... " আমি বাবার কোলে বসে চাঁদ দেখতাম আর ভাবতাম, "ঠোটটি টো (সত্যিই তো)! মামাটা টট্ট (কত্ত) ভালো!" এখনও রাত জেগে মাঝে মাঝেই আমি ছাদে কিংবা পুকুর পাড়ে বসে থাকি, গলা ফাটিয়ে গান গাই । তখন আমার সেই আমার সেই একাকীত্ব আর কষ্ট ভুলে থাকার সংগ্রামে সাথী হয় চাঁদ । অনেকদিন চাঁদ দেখা হয়না ।

মুখিয়ে আছি সুন্দর রূপে চাঁদকে দেখার জন্য । আজ যেহেতু শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি, নিশ্চয়ই কাল দেখা যাবে । মায়ের মুখে শুনেছি, ঈদের চাঁদ দেখা নাকি অনেক ভালো । চিকন দেখতে সুন্দর চাঁদটি কাল দেখতে আমি কোনমতেই ভুলব না । সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাই ।

আরেকটা কথা, কাল সবাই মিলে দেখতে চাই এই চাঁদ । কে কে সাথী হবে আমার? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।