আমাদের কথা খুঁজে নিন

   

ভাই, টুনটুনি দেইখা মন ভইরা গেছে, আইজকাই আমার ঈদ!!!!

যে ঢাকা শহরে কাক ছাড়া সামান্য একটা চড়ুই পাখি দেখতে পাওয়াও ভাগ্যের ব্যাপার সেখানে তিন তিনটা টুনটুনি পাখি দেখলাম শানে নুযুলঃ লেগুনা তে সামনের সিটে গিয়ার বক্সের উপরে বসে মিরপুর থেকে ধানমন্ডি ফিরছিলাম। পাশে এক ভাইজান বসলো, আমাদের বয়সেরই। ইমো কাট চুল, জিন্স টি-শার্ট, হাতে আইফোন। (আইফোন ইউজ করা পাবলিক লেগুনায় চড়ে জানা ছিলো না)। আফসোস, আগ্রহ, সমীহ প্রায় সবরকমের দৃষ্টিতে আইফোনের দিকে তাকিয়ে ছিলাম।

ভাইজান ফোনবুক এ ঢুকলেন। দেখলাম নাম্বার সেইভ করা "টুনটুনি ১", " টুনটুনি ২", "টুনটুনি ৩" নামে। তিনি " টুনটুনি ১" কে কল দিলেন। কলার আইডি তে দেখলাম রূপবতী এক কিশোরী। প্রেমালাপ শেষ হতেই তিনি কল দিলেন "টুনটুনি ২" কে।

ওমা!!! এ যে অন্য তরুণী!!! আরো বেশী সুন্দরী!!! তার সাথে কথা শেষ করে তিনি গান শুনতে থাকলেন। একটা গান শেষ করে কি মনে করে কল দিলেন "টুনটুনি ৩" কে। শিট ম্যান!!! এটা নারী, নাকি পরী!!!! ৩য় টুনটুনির সাথে কথা শেষে "উম্মাহ" নামক একটি শব্দও কানে পৌছালো, রমজান মাসে মুসলিম "উম্মাহ" র কথা বললেন নাকি ইংলিশ "উম্মাহ" সেটা বুঝলাম না। ভাইজান রে উষ্টা মাইরা কদমবুসি করা হয় নাই, এখন মনোকষ্টে আছি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।