আমাদের কথা খুঁজে নিন

   

জন্মনিয়ন্ত্রণের বড়ি হইতে সাবধান!!!!

কানাডার বেয়ারস ফার্মাসিটিক্যালস উৎপাদিত জন্মনিয়ন্ত্রণ বড়ি খেয়ে ৪০ জনের মৃত্যুর অভিযোগ উঠেছে। ২০০৭ সালে বেয়ারস ফার্মাসিটিক্যালস 'ইয়াসমিন' ও 'ইয়াজ' নামে জন্মনিরোধক বড়ি বাজারজাত করে। এই দুটি ব্রান্ড ব্যাপক জনপ্রিয়তা পায়। কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়াজনিত কারণে ৯ জনের মৃত্যুর ঘটনা ঘটে। তবে হেলথ কানাডার তথ্যমতে, প্রায় ৬০০ জনের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা ঘটেছে এবং মারা গেছে ২৪ জন।

কিন্তু কানাডার একটি আদালতে দায়েরকৃত মামলার এজাহারে ৪০ জনের মৃত্যুর ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। এজাহারে বলা হয়, এই ব্রান্ডের বড়ি খেয়ে সারাদেশে অসংখ্য নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে। হেলথ কানাডার রিপোর্টে উল্লেখ করা হয়, ‘ইয়াসমিন’ সেবনে ব্লাড ক্লট এর উচ্চ আশংকা থাকে। ইউএস ড্রাগ এডমিনিস্ট্রেশনের বিশ্লেষণ অনুসারে,’ইয়াসমিন’ ব্র্যান্ডের জন্ম নিরোধে এমন একটি রাসায়নিক উপকরণ আছে যাতে অন্য যে কোনো পিলের চেয়ে ব্লাড ক্লটের আশংকা ৭৪ শতাংশ বেশি। আর পার্শ্বপ্রতিক্রিয়া বা মৃত্যুর ঘটনা এই কারণেই ঘটেছে।

তথ্যসূত্র- Click This Link  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।