আমাদের কথা খুঁজে নিন

   

দে না আমায়

আমি অতি সাধারন,কিন্তু মনে হয় কিছু অসাধারণত্ব আমার মাঝে বিদ্যমান আছে। আমি সেটাকে বাস্তব রূপ দেয়ার চেষ্টায় এই প্রচেষ্টা। এখনো গাঁথি মালা বকুল কুড়ায়ে সুতোর পরে সুতো গেথে যাই,গেঁথে যাইরে। এখনো বিহানে শিউলি তলায় কুয়াশা ভেজা সবুজ ঘাসে পদ নাচিয়ে স্মৃতির অক্ষকে জাগিয়ে রাখি রে। রোদেলা দুপুরে পল্লী সুরে উড়ন্ত বাতাসে চুল উড়িয়ে বটের তলায় খুঁজে ফিরি শুধু তোকে। কোকিলের কণ্ঠে,বাশবাগান ধরে ভেসে আসা প্রিয়ার সুর মত ভালোবাসা জাগানো মিষ্টির জন্য রই কান পেতে । সন্ধ্যে গোধূলির বুক চিড়ে ঘরে ফেরার যে আকুলতা আসমানি,কাজল ছেলের ছুটে আসার , ছুটে আসার আপ্রান ব্যকুলতা পানে আনমনে চেয়ে রই মুগ্ধ নয়নে। বাতির আলোয় ছেলে-মেয়ের পাটিতে বসে পাঠের মেলা, উনুনে ঝাল ছানুনের পাগল করা সেই গন্ধ বনেদী থালের দিকে তাকিয়ে খুঁজে নিতে থাকি রাতের কালো নিকষ জুড়ে ঝিঁঝিঁ দের গান, দূরে ওই জঙ্গল থেকে ভেসে আসা শিয়াল মামার হুক্কা হুয়া ধ্বনির নিশ্ছিদ্র তাল লয়ের অপূর্ব গীত বিতান পূর্ণিমার আকাশে স্বপ্নের যে নীল বিচরন ওই চাঁদের বুকে,তাই ভেবে চলি এখনো। কোথায় হারিয়ে গেলো আমার স্বপ্ন প্রানের 'মা' রে ... সেই ছেলেবেলা,সেই মিঠা পুকুর সেই সম্প্রীতির মিলন মেলা ! দে না,দে না ফিরিয়ে আমারই বুকে আমার বাংলা 'মা' কে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।