আমাদের কথা খুঁজে নিন

   

ইট কাঠের খাঁচা

তোমাদেরই মতন....... নীল আকাশে উড়ি........... ওড়াই স্বপ্নঘুড়ি ইট কাঠের খাঁচা কিছু ইট আর কিছু কাঠ দিয়ে গড়া আমার ইট কাঠের খাঁচা বদ্ধ চার দেয়ালের মাঝে শুধু তার জীবন খুঁজে পাই উঁকি দেয়া ছোট্ট জানালায় এইতো আমার ছোট্ট পৃথিবী ছোট্ট জানালাওয়ালা ইট কাঠের খাঁচা। শুভ্র রঙিন দেয়ালজুড়ে কত কথন আমার চারিধারে বাজে নিশিদিন কত নব নব সুর সবই তার সাদাকালো হয়ে যায় মলিন হয়ে যায় দেয়ালের কোণ বেয়ে তাকাই যখন ছোট্ট জানালায়। কত রঙ কত গতি ছুটে যায় দিকে দিকে এইতো জীবন আমার জানালার ধারে খেলা করে , লুটোপুটি খায় বাতাসের ঢেউ আমি বসে রই ছোট্ট ঘরে অন্ধকারে বুনে যাই সাদাকালো সুতোর চাদর বারো মাস বারো সপ্তাহ জুড়ে। তবু আমি রঙ খুঁজে যাই রঙের ভুবনে স্বপ্নসাঁতার কাটি রঙের সাগরে আমার ছোট্ট জানালা দিয়ে যেখানে রঙিন পৃথিবী এসে ছুঁয়ে যায় রাঙিয়ে দেয় আমার সাদাকালো ক্যানভাস- ইট কাঠের খাঁচা অকৃত্তিম পূর্ণতায় তার একচিলতে অবসরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।