আমাদের কথা খুঁজে নিন

   

ছোট বোনের গাড়ী!!!

আমি পথ মঞ্জরী ফুটেছি আঁধার রাতে ব্যাটারী ও রিমোট কন্ট্রোল চালিত গাড়ী। আজ থেকে ২৫ বছর আগে প্রথম মার্কেটে দেখে কেনার জন্য অস্থির হয়ে উঠেছি। তখন আমি ক্লাস সেভেন এ। সবার ছোট বোনটার বয়স তখন দেড় বছর। আমার জন্য কিনব এই কথা বলা কঠিন; তাই বললাম ওর জন্য কিনবো আম্মা ছোট বোনটার প্রতি আমার টান দেখে খুশী মনে কিনে দিলেন।

রাস্তা সেট করলাম, ব্যাটারী দিয়ে রিমোট কন্ট্রোল চালু করলাম। রাস্তার উপর দু ইঞ্চি সাইজের দুটো রেসিং কার বসিয়ে রেস শুরু করলাম। গাড়ীর হেড লাইট জ্বলে ব্যাপারটাকে আরো আকর্ষণীয় করে তুললো। আমি মহা উৎসাহে গাড়ী চালাচ্ছি। এমন সময় যার জন্য কেনা সেই দেড় বছরের ছোট বোন হাত দিয়ে গাড়ী ধরতে চাইল।

আমি গুরুগম্ভীর ভাবে শাসন করলাম উঁহু, তুমি ধরনা! গাড়ী নষ্ট হয়ে যাবে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।