আমাদের কথা খুঁজে নিন

   

পোষা কুকুরের দাম ১২ কোটি টাকা! দুনিয়ার সবচাইতে দামী কয়েকটা পোষা প্রানী

১। তিব্বতি কুকুর, নাম টিবেটান ম্যাসটিফ আর দাম ১২ কোটি টাকা!! হ্যাঁ ১.৫ মিলিয়ন ডলার এই পোষা প্রানীটির দাম। ২। হোয়াইট লায়ন কাব, সাদা সিংহের বাচ্চা আর কি, দাম ১৩৮০০০ ডলার! ৩। চায়নীজ ক্রেস্টেড ডগ, ছিলা কুত্তা! দাম ৪০০ ডলার থেকে ৭০০ ডলার! ৪।

স্ট্রাইপড বল পাইথন, ডোরাকাটা অজগর দাম ১০০০০ ডলার! ৫। ডায়মন্ড আই ক্যাট বা থাই ভাষায় খাও মানি ক্যাট, দাম ৮০০ থেকে ১৬০০ ডলার। ৬। হায়াসিন্থ ম্যাকায়, এটা নাকি দুনিয়ার সবচাইতে বড় উড়ন্ত টিয়া, দাম ১২০০০ ডলার। ৭।

উপরের এটা আইরিশ উলফ হাউন্ড, বেশ লম্বা এক ধরনের ককুর। দাম ২২০০ ডলার। ৮। স্কুইরেল মানকি, বান্দরের দাম ৭০০০ ডলার! ৯। সাভান্নাহ ক্যাট, দাম ৭০০০ ডলার থেকে ২০০০০ ডলার! ১০।

ইংলিশ বুলডগ, দাম ১০০০ ডলার। ১১। লোচেন ডগ, জার্মান, দাম ১৮০০ ডলার থেকে ২০০০ ডলার। ১২। ফারাও হাউন্ড, বাড়ী মিসর, দাম ১২০০ ডলার থেকে ২০০০ ডলার।

১৩। দি বেঙ্গল, এটা একটা শংকর প্রজাতির সাইবেরিয়ান কুকুর, দাম ৯০০ ডলার! ১৪। সবশেষে শিম্পান্জী, এরা একটু হিংস্র হয়, দাম ২৫০০০ ডলার প্রায় কুড়ি লাখ টাকা! সুত্র: Click This Link  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।