আমাদের কথা খুঁজে নিন

   

রেড হ্যাট এ কি করে ভার্চুয়াল মেশিন বানাব?

আমি একটু সবার হেল্প চাই। কমপিউটারে রেড হ্যাট লিনাক্স ইনস্টল করা আছে আমি এর মধ্যে একটা ভার্চুরাল মেশিন বানাতে চাই যাতে উইনডোস এক্স পি থাকবে । উইনডোস এর মধ্যে ভার্চুয়াল মেশিন করতে গেলে ভি এম প্লেয়ার দিয়ে বা ভার্চুয়াল বক্স ইনস্টল করে করা যায় করেছিও কিন্তু রেড হ্যাট লিনাক্স এর মধ্যে ভার্চুয়াল মেশিন কি করে বানিয়ে তাতে এক্স পি রাখব কি করে সেটা জানি না। কি করে করব কেউ কি বিস্তারিত বলবেন পুনশ্চ- রেড হ্যাট এ মেশিনের হার্ডওয়ার ইনফরমেশন বিশেষত কত জিবি RAM আছে কি করে কোথা থেকে দেখব? আর ইনস্টল করা রেড হ্যাট ৩২ বিট না ৬৪ বিট কি করে কোথা থকে দেখব?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।