আমাদের কথা খুঁজে নিন

   

আজ পর্যন্ত আপনার প্রেমে না পড়ার কারন

যাহা পড়িবেন , নিজ দায়িত্বে পড়িবেন , আপনার মন খারাপ বা ভাল খারাপ হবার জন্য লেখক কোন অবস্থাতেই দায়ী নয়। ভাবছেন জীবনে প্রেম করলাম না , কেউ জানলও না কেন? অনেকেই জিজ্ঞেস করেছে আপনি হেসে উড়িয়ে গেছেন আর তারা হয়তো ভেবেছে আপনার মুরোদ নেই প্রেম করার। কিন্তু যে সত্যিটা মনের মধ্যে চাপা রয়ে গেছে তা হয়ত আপনি কোনদিনই সামনে আনেন নি। আনার দরকারও নেই। তবে যদি কোন মেয়ে বলে তো তাকে নিচের নচিকেতার লেখা লাইন হয়তো আপনার মনের কথার সাথে হুবুহু মিলে যাবে বেশ করে শুনিয়ে দিন। আপনি আত্মতুষ্টি যে পাবেন এইটা শতভাগ নিশ্চিত। নচিকেতা তার গানে বলছে : হেই , তুমি কী আমায় ভালবাস? যদি না বাস তবে পরোয়া করি না , আমি সূর্যের থেকে ভালবাসা নিয়ে রাঙাব হৃদয় তার রঙ দিয়ে পোষাকী প্রেমের প্রয়োজন বোধ করি না হেই , তুমি কী আমায় ভালবাস? আমি তোমার জন্য সস্তা প্রেমের নাটকে নায়ক পারব না হতে পারব না , আমি তোমার জন্য কোন কুমারের ধার করা গান গেয়ে গায়ক পারব না হতে পারব না, যখন আমার ঘরেতে আধার , নেই একফোটা কেরোসিন পাওনাদারের অভিশাপ শুনে জেরবার হয় বুড়ো বাপ আমিতো তখন পারব না খেতে চাইনিজ বারে চাওমিন। হেই , তুমি কী আমায় ঘৃনা কর? যদি ঘৃণা কর তবে পরোয়া করি না আহা বয়ে গেছে সেই ভালবাসা ধরে বহুতে হারানো স্বপ্নকে ছেড়ে সবাইতো আর নিজেকে বেঁচতে পারে না হেই , তুমি কী আমায় ভালবাস? আমি তোমার দুপায়ে আমার চেতনা স্বাধীনতা সপে পারব না , দিতে পারব না তোমার জন্য সবকিছু ছেড়ে তোমার আচলে মুখ ঢাকা দিতে পারব না আমার চলার পথের বাঁকেতে পড়ে জীবনের দাম যেসব মানুষ সেই দাম খোঁজে , সবকিছু জেনে সবকিছু বুঝে মুছে দাও যদি আঁচলেতে সেই শত মানুষের ঘাম হেই , তবেই আমায় পেতে পার যদি তাই পারো তবে পরোয়া করি না জেনো তোমার জন্য ধুলোমাখা পথ , অপলক যে জীবনের রথ , সব কিছু ছেড়ে তুমি কী আসতে পার না? হেই , তুমি কী আমায় ভালবাস? থাক ভাই , সিঙ্গেল আছেন বেশ আছেন , বিয়ে করেই ডাবল হউন , কী দরকার ঝামেলার? আর যদি পেয়েই যান তো ... লেও ঠ্যালা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।