আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ বা জাতীয় নির্বাচন - আমাদের জাতীয় উৎসবের রূপ

আজ (১৬-০৮-২০১২) প্রথম আলোতে একটা খবর পড়লাম। "ঈদের আগে শেষ কর্মদিবসে লিমনের মায়ের মামলা শেষ" [এ বিষয়ে কিছু বলার আগে একটি প্রাসঙ্গিক তথ্য দেয়ার প্রয়োজন। থানায় কোনও মামলা করা হলে, পুলিশ তদন্ত করে যদি বাদীর অভিযোগের সত্যতা খুঁজে পায় তখন তদন্ত শেষে যে রিপোর্ট জমা দেয় তার নাম "Charge Sheet" বা "অভিযোগপত্র"; আর যদি অভিযোগের সত্যতা না পায় তখন জমা দেয় "Final Report" বা চূড়ান্ত প্রতিবেদন। অর্থাৎ চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া মানে এটা বুঝিয়ে দেয়া পুলিস তদন্ত করে বাদীর করা অভিযোগের কোনও ভিত্তি পায় নি। ] আমরা সকলেই বুঝতে পারছি, সরকারের ক্ষমতা রক্ষার হাতিয়ার, জনগনের সক্রিও যেকোনো প্রতিরোধ দমন করার হাতিয়ার র‍্যব, পুলিস ইত্যদি বাহিনীর অপরাধ ঢাকার জন্য সরকার লিমনকে তিলে তিলে মেরে ফেলছে।

ব্রিটিশ বা পাকিস্তান আমলে কি এর চেয়েও বেশি অবিচার হত? কেঊ কি দয়া করে কোনও উদাহরণ দিতে পারবেন? রাজনৈতিক দলগুলোকে আমরাই সরকারে রুপান্তর করি। নির্ধারণ করি কোন শক্তির দ্বারা আমরা পরবর্তী ৫ বছর নির্যাতিত হব। নির্বাচনের ঐ দিনটি এই হিসেবে আমাদের জাতীয় শোক দিবস হতে পারে। আনন্দের ক্ষণ হয় কিভাবে আমি বুঝি না। ঈদ অথবা পূজাকে আমরা বলি আমাদের উৎসব।

ঐ দিনগুলোতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। কিন্তু নির্বাচনের দিনটিকে যখন বলা হয়, "ব্যপক উৎসাহ উদ্দীপনার ভিতর দিয়ে, উৎসব মুখর পরিবেশে আজ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে"; তখন ক্ষোভে আমার অস্ত্র ধরতে ইচ্ছা হয়। ১৬ কোটি মানুষের বেশিরভাগ এতটা বোধহীন, এতখানি নিঃস্পৃহ কিভাবে হয়। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।