আমাদের কথা খুঁজে নিন

   

পেট ফাটাইয়া হাসেন তয় শব্দ যেন না অয়

এক লোক বাজারে গিয়ে তরকারীওয়াকে জিজ্ঞেস করল,ভাই কোন তরকারীর কত দাম? তরকারীওয়ালা বলল আলু, বেগুন.পটল সব একই দাম ২০ টাকা কেজি। লোকটিবলল তাহলে আমাকে ১ কেজি আলু দেন। তরকারীওয়ালা ১কেজি আলু দিল। তখন লোকটি বলল না না আমাকে আলুর বদলে ১ কেজি বেগুন দেন। তরকারীওয়ালা আলুর বদলে ১ কেজি বেগুন দিল।

তখন লোকটি বলল বেগুনে অ্যালার্জি হয় তার চেয়ে আপনি আমাকে বেগুনের বদলে ১ কেজি পটল দিন। তরকারীওয়ালা ১কেজি পটল দিল। লোকটি পটল নিয়ে হাটা শুরু করল। তখন তরকারীওয়ালা বলল আরে ভাই পটলের দাম দিলেন না? লোকটি:আমি তো বেগুনের বদলে পটল নিয়েছি দাম দেব কেন? তরকারীওয়ালা: তাহলে বেগুনের দামই দিন। লোকটি:আমি তো আলুর বদলে বেগুন নিয়েছি বেগুনের দাম দিব কেন? তরকারীওয়ালা: তাহলে আলুর দামই দিন।

লোকটি: আরে ভাই আমি কি আলু নিয়েছি নাকি যে আলুর দাম দিব? বাপ এবং ছেলে রাতের বেলা ডাব চুরি করতে গেছে। বাপ ছেলেকে বলল তুই গাছে উঠ আর আমি কেও আসছে নাকি পাহাড়া দেই। এই বলে উল্টো ঘুরে বাপ লোকজন আসছে নাকি তাই দেখতে লাগল,এমন সময় ছেলে গাছে কিছুদুর উঠেই ধপাস করে পড়ে গেল। বাপ ছেলের দিকে না তাকিয়েই বলল গাছে নাই উঠতেই এক কাদি!!! আসুন কিছু এক কথায় প্রকাশ শিখি। কোন মাছি উড়ে না =ঘামাছি।

কোন কালিতে লেখা যায়না = মা কালি। কোন বাচ্চা খায় না = চৌবাচ্চা। কোন গান ভয়ংকর = ষ্টেনগান। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।