আমাদের কথা খুঁজে নিন

   

শূন্যতা ঘরভর্তি। বারান্দায়। সিঁড়িতে। উঠোনে

নীল আকাশের দার্শনিক নাম, শূন্যতা এবং এই মুহুর্তে আমার মেইলিং অ্যাড্রেস থেকে পুলিশ, প্রেস ও কাস্টমসের চোখ এড়িয়ে উড়ে যাচ্ছে স্মৃতিগ্রস্থ গুচ্ছ গুচ্ছ রঙিন বেলুন হয়তো, বেলুনের মধ্যে উড়ে যাচ্ছে মানব-সম্পর্কের গুড়ি গুড়ি ইতিহাস শূন্যতা ঘরভর্তি। বারান্দায়। সিঁড়িতে। উঠোনে আমার বালিশভর্তি শূন্যতা। আমি যা আঁকড়ে ধরি, শূন্যতা অভিধানের মধ্যে এখন একটাই শব্দ, শূন্যতা কবিতা লিখছি, কবিতার মধ্যে শূন্যতারা তোপধ্বনি করে যাচ্ছে, যা খুবই বিপদজনক শূন্যতারা আমাকে মাও সেতুঙ মনে করে কমরেড-স্যালুট দিচ্ছে আবারও বলছি, নীল আকাশের দার্শনিক নাম, শূন্যতা এবং এই মুহূর্তে আমি আকাশের মধ্যে শুয়ে আছি: কেননা, ঊৎপাদিত শূন্যতার কারণ, তার কারণ, কারণেরও কারণ খুঁজতে খুঁজতে চৌদিকে তাকিয়ে দেখি, আমার মেইলিং অ্যাড্রেস থেকে আন্তরিকতাপূর্ণ অনেক বিগত কথার হাওয়ায় ফোলানো স্মৃতিগ্রস্থ রঙিন বেলুন উড়ে যাচ্ছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।