আমাদের কথা খুঁজে নিন

   

একটি আবাল মার্কা পোস্ট !

ডাক্তারী ভর্তি জিপিএ তে হোক আর পরীক্ষা দিয়ে হোক ..তাতে আমাগো মত আবাল গরীব মানুষের কী লাভ ! এরাই আমাদের রক্তের টাকায় পড়ে আমাগো রক্ত খাবে হাসপাতাল ক্লিনিকে বসে দিনে শত শত টাকা ভিজিট নিয়ে । সরকারী মেডিকেলকে এরা বানাবে ক্যারিয়ারের সাইনবোর্ড। এরাই পরীক্ষা দিয়ে চান্স পেয়েও অপারেশনের পরে পেটের মধ্যে রেখে দিবে গজ, কাঁচি ! এরাই আন্দোলনের নামের শত শত রোগীকে জিম্মি করবে । এরাই গরীবের টাকায় পড়ে গরীবের গায়ের গন্ধে নাক শুটকাবে । এরা ডাক্তার হলেই কি আর ইন্জিনিয়ার হলেই কি ! সুতরাং স্বার্থবাদীদের আন্দোলনে আমার সমর্থন নাই । কয়জনে শুধু দেশসেবার জন্য পেশা সেলেক্ট করে ! আর নিজের আদর্শ ধরে রাখতে পারে ! তারপরও বলব না যে ভাল মানুষের মত ডাক্তার নেই । যারা ভাল তারা কাজ করবেই ! এদের আন্দোলন যেমন স্বার্থে তেমনি সরকারও নিজের স্বার্থই এসব করছে ! যত সব আজাইড়া বিষয় নিয়ে মাতামাতি !------------------ ----------------------------------------কথাগুলো আমার না...সে দিন শাহবাগে পিজি হাসপাতাতালের সামনে একজন ভুক্তভোগী রোগীর কথা ............যদিও তার কথার পক্ষে যুকাতি আছে তবুও স্বাভাবিিক নিয়ম আর হাজার হাজার ছাত্রের স্বপ্ন নিয়ে কি ছেলেখেলা করা ঠিক হবে ? জিপিএ ৫ হলেই তাকে কি মেধাবী বলা যাবে ! ---------------------

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.