আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াল্টার স্কট

বিখ্যাত স্কটিশ কবি, ঔপন্যাসিক স্যার ওয়াল্টার স্কট ১৭৭১ খ্রিস্টাব্দের ১৫ আগস্ট স্কটল্যান্ডের এডিনবরায় জন্মগ্রহণ করেন। তার সময়ে তিনিই ছিলেন ইউরোপের সবচেয়ে জনপ্রিয় লেখক। এখনও তার বই বহুল পঠিত। তার বিখ্যাত সাহিত্যকর্মগুলোর মধ্যে আইভানহো, রয়রয়, দ্য লেডি অব দ্য লেক, ওয়েভারলি, দ্য হার্ট অব মিডলোথিয়ান, দ্য ব্রাইড অব ল্যামারমুর উল্লেখযোগ্য। তার বাবার নামও ছিল ওয়াল্টার স্কট।

শৈশবে পোলিও আক্রান্ত হলে স্কটের একটি পা খোঁড়া হয়ে যায়। ১৭৭৯ খ্রিস্টাব্দে স্কট রয়্যাল হাইস্কুল অব এডিনবরায় ভর্তি হন। এ সময়ের মধ্যে তিনি আবারও চলাফেরার ক্ষমতা লাভ করেন। টুইড নদীর তীরে দাদির খামারবাড়িতে এবং অন্য আত্মীয়দের বাড়িতে বেড়াতে গিয়ে তিনি স্কটিশ গল্পগুজব, ইতিহাস, বীরত্বগাথা, গান এবং লোক কথাগুলোর এক জীবন্ত ভাণ্ডারে পরিণত হন। একই সঙ্গে তিনি মধ্যযুগের রোমান্টিক কাহিনী, ইতিহাস এবং ভ্রমণকাহিনীগুলোরও ভক্ত ছিলেন।

এসব পরবর্তীকালে তার সাহিত্যমানসের বিনির্মাণে ভূমিকা রাখে। প্রকাশনা ব্যবসায় ধস নামলে স্কট দেনায় জর্জরিত হয়ে পড়েন। ব্রিটিশ সরকার স্বাস্থ্যের উন্নতির স্বার্থে তাকে ভূমধ্যসাগরীয় এক ফ্রিগেটে বিনামূল্যে যাত্রী হওয়ার সুযোগ করে দেয়। এই ভ্রমণ শেষে তিনি অ্যাবটসভিলে ফিরে আসেন। ১৮৩২ সালের ২১ সেপ্টেম্বর তিনি স্কটল্যান্ডের মেলরোজে পরলোকগমন করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.