আমাদের কথা খুঁজে নিন

   

পুঁথি-৪

কাউকে উপকার করো না, তাহলে সে অপকার করতে পারবে না। বাঙালির খাদ্য গুলাইলের পাতায়৯৩ কুইয়া মাছ৯৪ লাগছে কত স্বাদ মাইটা পাইল্লায় পাতার জালে পাক৯৫ করছি যে ভাত। খাইছি রে ভাই কদুর চুকা ঢেকুর পাতার শাক কচুর ডাটা ভর্তা খাইছি আরো খাইছি বাগ৯৬। কত খাইছি আমসত্ত্ব৯৭ খাইছি আলুর ঝুড়ি৯৮ আরও খাইছি বিলাতির খাট্টা৯৯ টানছি পাতার বিড়ি। বার জাতের বাস ছিল ছিল না তফাৎ গাই বিয়ালে গোয়াইল ঘরে খাইছি আহল ভাত১০০।

বিয়ান বেলা গোয়াইল ঘরে ভিজা কাপড়ে বইয়া কলার পাতায় নিছি ফাপড়১০১ মুইটা গুড় দিয়া। ভাত নিছি চিড়া নিছি নিছি রে ভাই খই আর নিছি নতুন পাইল্লার হাতে পাতা দই। খেজুর গাছের রস খাইছি খাইছি ঝোলা গুড় আরও খাইছি ফেনা খাজা খাইছি আলুর ক্ষির১০২। দাঁত খিলানি গলায় থাকছে ঠেংগে থাকছে গুল১০৩ ডেনায়১০৪ থাকছে রূপার তাবিজ মাথায় বাবরি চুল। কাঠের ডাটির ছাতা নিছি খড়ম পড়ছি পায় চোখে দিছি কালো ছুরমা আতর দিছি গায়।

কত রং বেরংগের রুমাল নিছি হাতে পায়ে দিছি গাছের কষ মেশি১০৫ দিছি দাঁতে। ছিল না যে পাকা রাস্তা ছিল না তো গাড়ি ইষ্টি১০৬ বাড়ি হাইটা১০৭ গেছি হাটছি তাড়াতাড়ি। বিয়া শাদি হইছে গো ভাই অনেক দূরে দূরে বউ গেছে ডুলিত১০৮ চরে বর ডুলি ধরে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।