আমাদের কথা খুঁজে নিন

   

মীর জাফরের ম্যাসেজ

আমি জীবন ভালবাসি। বিচিত্র ও সুন্দর এই মানব জীবনকে। পরজনম নিয়ে খুব একটা ভাবি না। নিবিড় ভাবে উপভোগ করতে চাই এই জীবনের খুব সুখের অথবা খুব দুখের প্রতিটি মুহূর্তকেই। তাইতো বেড়িয়ে পরি...জীবন দেখার পথে, জীবনগুলো মেশার পথে, যে পথে জীবনটা প্রকৃতই উপভোগ্য জাহান্নামের মেইন গেট এ নতুন সদস্য কে ঢুকানোর আগে তার ফিঙ্গার প্রিন্ট, ডি.এন.এ. টেস্ট নেয়ার পর প্রহরীরা উচ্ছ্বসিত হয়ে উঠলো।

বন্দী কে বলল, আরে আপনি দেখি মীর জাফর, সেলেব্রিটি মানুষ, আপনার জন্য তো বিনা বিচারে জাহান্নাম। মীর জাফর অবাক হয়ে গেলে প্রহরী ব্যখ্যা করে বুঝালেন, পৃথিবীর কিছু মানুষের সুনাম তাঁদের ভাল কাজগুলোর জন্য এত বেশিই যে ঈশ্বর তাঁদের বিনা বিচারে স্বর্গে পাঠাবেন, ঠিক একই ধরনের বিপরীত প্যাকেজে আপনি নরকে যাচ্ছেন। আপনার আত্মপক্ষ সমর্থনের সুযোগ নেই, আর থাকলেও তো লাভ হত না কোন। তবে মন খারাপ করবেন না! এই প্যকেজে আপনার জন্য একটা অফার আছে। আর তা হল আমরা আপনার যে কোন একটি ইচ্ছা পূরণ করতে পারবো! বলুন আপনি কি চান? মীর জাফর যেন ফিউজ থেকে একটু লো ভোল্টেজে জ্বলে উঠলো! “হ্যাঁ চাই, আমি বাংলার মানুষের কাছে আমার একটা বার্তা পাঠাতে চাই।

” রিকুয়েস্ট গ্র্যানটেড হল। প্রহরীরা রেকর্ডার অন করে বললেন, সংক্ষেপে বলবেন আর হ্যাঁ আমরা কিন্তু ভেরিফাই করেই এটা সেন্ড করব। মীর জাফর বলা শুরু করলো। “আমার প্রাণ প্রিয় বাঙ্গালীরা, জানি আমার কথা শুনতে আপনাদের অনেক ঘৃণা হচ্ছে। এও জানি আমার ক্ষমা নেই, তবু মানুষ হিসেবে আমি একটা আবদার নিয়ে এসেছি।

আমার নাম আপনাদের কাছে একটা গালি। সত্যি বলছি তাতে বিন্দুমাত্র লজ্জা নেই আমার মত এই নির্লজ্জের। আমি যে কাজ করেছি সে জন্য আপনারা আমার নাম দিয়ে যত খুসি গালিগালাজ করার করুন, করে যান। কিন্তু আমার একটা অনুরোধ, দয়া করে ৭৫ এর ১৫ আগস্টের ঘটনা জানার পর কেউ আমার সাথে খন্দকার মুস্তাকের তুলনা দিবেন না। আরে আমি মীর জাফর যেখানে কাউকে গালি দেয়ার সময় মুস্তাকের নাম ধরে গালি দেই, সেখানে আপনারা করেন কি? বঙ্গবন্ধুর ছাত্রজীবনের বন্ধু, রাজনীতিতে সহকর্মী আর ক্ষমতার অংশীদার হয়েও মুস্তাক যেই ধোঁকা, বিশ্বাসঘাতকতাটা করলো তার কোন তুলনা হয়? আরে এত বড় ধোঁকাই দিছে যে বঙ্গবন্ধু মরার আগ পর্যন্ত জেনে যেতেই পারলেন না, তার এই বন্ধুই যে তার পুরো পরিবারের হত্যার মূল প্ল্যনার, সব কলকাঠি নেড়েছে সে...আর অর সাথে আমার তুলনা! অয় তো ইবলিশেরও বাপ লাগে...” আবেগাপ্লুত হয়ে আরও কি যেন বলতে যাচ্ছিল মীর জাফর।

প্রহরী এসে বলল, আপনার টকটাইম শেষ। ভিতরে চলে যান...অনন্ত কালের জন্য...আর হ্যা, আরেকটা সুখবর আপনার জন্য! খন্দকার মুস্তাক আপনার চেয়ে অনেক লোয়ার ক্লাস নরকেই আছে!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।