আমাদের কথা খুঁজে নিন

   

পিএইচপি+মাইএসকিউএল নিয়ে কাজ করেন? নিজের প্রজেক্ট গুলোকে অনলাইনে ফ্রি হোস্ট করতে চান? ফ্রি একটা ডোমেইনও (সাব) চাই? বেশ তো, এখুনি করে ফেলুন ফ্রি হোস্টিং সার্ভিস ইউজ করে।

তন্ময়-অন-রান.ব্লগস্পট.কম আমি সত্যিই জানতাম না যে পিএইচপি+মাইএসকিউএল এর প্রজেক্টও ফ্রি তে হোস্ট করা যায় !!! বিভিন্ন দেশীয় হোস্টিং রিসেলারদের দাম-দর দেখে মেজাজটা বিলা হয়ে গেছিলো তাই গুগল মামার স্মরণাপন্ন হতেই তিনি আশীবার্দের হাতখানা মাথার উপর রাখলেন। পেয়ে গেলাম পিএইচপি+মাইএসকিউএল এর প্রোজেক্ট ফ্রি হোস্ট করার এক গাদা সাইট। এসব সাইটের মধ্যে আমি প্রথম যেটাতে ভিজিট করেছি, এ্যাকাউন্টখানাও সেখানেই খুলেছি। যাই হোক, আমি সেটার সম্বন্ধেই বলবো, নীচে অন্যান্য গুলোর লিংক দিচ্ছি, চাইলে সেগুলোও ভিজিট করে দেখতে পারেন। আমি যেই সাইটে খুলেছি সেটা হলো "জাইমিক.কম " উপরের লিংকটিতে গেলেই আপনি সব ইনফরমেশন পাবেন তবু আমি সংক্ষেপে এখানে কিছু দিচ্ছি।

টোটাল ডিস্ক স্পেস পাবেন ৬০০০ মেগাবাইট ব্যান্ডউইডথ পাবেন ৫০ গিগাবাইট/মান্থ ডাটাবেজ করতে পারবেন ৩ টি পিএইচপি এর ভারসন ৫.২.১২ এছাড়াও একটা কন্ট্রোল প্যানেল থাকবে, ডাটাবেজ ম্যানজেমেন্ট এর জন্য একটা ইন্টারফেস থাকবে (এসকিউএল বাডি), এফটিপি ব্যাবহারের সুবিধা। যা হোক, "জাইমিক.কম " এ গিয়ে প্রথমেই "সাইন আপ" করুন। ইমেইলে তারা ইয়াহু ছাড়া অন্যান্যদের সাপোর্ট করে। সাইন আপ হয়ে গেলে ইমেইলটা কনফার্ম করুন। অতঃপর সাইন ইন করুন।

সাইন ইন করলে নীচের দিকে নেমে দেখবেন "ক্রিয়েট নিউ ওয়েব হোস্ট এ্যাকাউন্ট" বাটন আছে। সেটাতে ক্লিক করে একটি ডোমেইন (আপনার ওয়েব সাইটের নাম) দিন এবং তার ঠিক পাশের ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে দিন যে এই নামের সাথে লেজুড় হিসেবে কী থাকবে। মজার বিষয় হলো আপনার যদি একটা ডোমেইন রেজিষ্ট্রেশন করা থাকে তাহলে সেটাকেও এখানে ব্যবহার করতে পারবেন। যা হোক, ব্যাপার হলো, এখন যে রেজিষ্ট্রেশনটি করছেন সেটা হচ্ছে এই পার্টিকুলার ওয়েবসাইটের জন্য। অর্থাত প্রথমে যেটি করেছিলেন সেটি পুরো ওয়েবসাইটের জন্য আর এখন যেটি করছেন সেটি এই ওয়েব সাইটির জন্য যেটি আপনি এখন তৈরী করছেন।

রেজিষ্ট্রেশন হয়ে গেলে "ক্রিয়েট নিউ ওয়েব হোস্ট এ্যাকাউন্ট" বাটন যেখানে ছিলো তার পাশেই দেখতে পারবেন আপনার নতুন ওয়েব সাইটের নাম এবং লগ ইন করার বাটন। সেখানে ক্লিক করে লগইন করুন। কন্ট্রোল প্যানেলে চলে যাবেন। সেখান থেকে ডাটাবেজ ম্যানেজমেন্ট করতে পারবেন। ওদের এফটিপি ডাউনই থাকে মে বী, তাই এফটিপি তে ক্লিক করলেই আপনাকে ওপেন সোর্স এফটিপি "ফাইল জিল্লা" নামাতে বলবে।

ঐ পেজেই এটা ব্যাবহার করতে হয় কিভাবে তা টিউটোরিয়াল আকারে দেওয়া থাকবে। তাই কোনই সমস্যা হবে না। আপনার এই রেজিষ্ট্রেশন এর সময়ই কিন্তু এফটিপি এর জন্য আপনার হোস্ট, পোর্ট ইত্যাদি ইনফরমেশন দিয়ে দিবে। সেগুলো সংরক্ষণ করুন। অবশ্য এই ইনফো আপনি যতবার লগইন করবেন কন্ট্রোল প্যানেলে ততবারই বাম দিকের সাইড বারে পাবেন।

এছাড়াও আপনার ডাটাবেজের সার্ভার এর নাম কি হবে সেটাও কন্ট্রোল প্যানেলে লগইন করে বাম দিকের সাইড বারে পাবেন। ডাটাবেজ, ডাটাবেজের ইউজার + পার্সওয়ার্ড, ইউজারের প্রিভিলেজ ইত্যাদি ওখানেই ক্রিয়েট করবেন। ব্যাস হয়ে গেলো, এখন এই ইনফো পিএইচপি তে ব্যাবহার করুন। একবার ইউজ করেই দেখুন। আমি এখনো কোন প্রজেক্ট আপ করি নাই, জাস্ট একটা ইনডেক্স পেজ আপ করে দেখেছি যে মাইএসকিউএল সার্ভারের সাথে কানেক্ট হচ্ছে কিনা, ডাটাবেজ সিলেক্ট হচ্ছে কিনা, ডাটা তুলে নিয়ে আসা যাচ্ছে কিনা।

এই লিংকে ক্লিক করে দেখতে পারেন সেটা । যা হোক, এরকম আরো কিছু ফ্রি ওয়েব হোস্ট সার্ভিসের জন্য নিচের পোস্ট থেকে লিংক গুলো দেখুন। গুগল মামা আমারে এই পোস্টটাই দিছিলো। সংক্ষিপ্ত বর্ণনা সহ দেওয়া আছে। 5 Awesome free PHP web hosting services আমি সত্যিই দুঃখিত যে ছবি সহ টিউটোরিয়াল আকারে দিতে পারলাম না।

এই মুহূর্তে বিষয়টা শেয়ার না করে পারলাম না, কিন্তু আসলে ততটা এনার্জি নাই এখন স্রিনশট নেওয়ার+পোস্ট সাজানোর। আশা করি সমস্যা হবে না। সব ইউজারনেম, পাসওয়াড ইত্যাদি ইনফো সংরক্ষণ করবেন মনে করে। থ্যাংকস টু দ্যা গড অব ফ্রি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।