আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ উত্‍সবের নামে মেয়ের বাবার পকেট কাটা!! এইসব সামাজিক(?) নিয়মের প্রয়োজন আছে কি?

মুঠোফোন ব্লগার ৬ মাস হলো আমার ছোট বোনের বিয়ে হয়েছে। এর ৩ মাস পর আমি বিয়ে করেছি। আমার বাড়ি নওগাঁ জেলাতে আর বোনের বিয়ে দিয়েছি জয়পুরহাট জেলার পাঁচবিবিতে। পাত্র স্কুল শিক্ষক অবশ্য চাকুরিতে ঢোকার ডোনেসানের টাকাটা আমরাই দিয়েছি। কিছুদিন আগে সাজন (সিজিনাল ফল) দিয়ে আব্বার হাতের অবস্হা খুবই খারাপ। ঈদে নিয়মানুযায়ি জামায়ের পরিবারের সকল সদস্যকে কাপড়চোপড় আর আকবরিয়া সেমাই (বগুড়ার তৈরি), চিনি, দুধ, কিসমিস, আতপ চাল ও মোরগ দিলাম কিছু জমি এগ্রিমেন্ট (বন্ধক) রেখে। গতকাল আমার শশুর এসেছিলেন ঐ একই আইটেম নিয়ে। এই সব আউলফাউল নিয়মের বিরুদ্ধে সোচ্চার আব্বা আজ সকালে দেখি আমার শশুরের দেয়া পানজাবি খুঁটিয়েখুঁটিয়ে দেখছে....পানজাবিটি অরিজিনাল খাদি কাপরের কিনা!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।