আমাদের কথা খুঁজে নিন

   

ধুর ...... স্টেজে কবিতাটা পড়তে পারলাম না ..... পা কাপা শুরু হয়ে গেল ..........

মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খায়.. গতকাল ামার স্টেজে কবিতা পড়ার কথা ছিল , সারারাত অনেক প্রাকটিস কইরা গেসি, কিন্তু স্টেজে যখন আমার নাম ডাকলো , তিন লাইনের বেশি আর পড়তে পারি নাই , পা কাপা কাপি শুরু হয়ে গেল ........ একজন বন্ধুকে সাথে নেবার কথা ছিল , ভাগ্যিস নেই নাই , তাইলে পরদিন ডিপার্টমেন্টে ইজ্জতের ফালুদা শুরু হইয়া যাইত ফেইলর ইজ দ্য পিলার অফ সাকসেস , কেবল একটা পিলার স্থাপন করিলাম , বাকিগুলো আস্তে আস্তে করিব  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।