আমাদের কথা খুঁজে নিন

   

সুখবর! আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় বাংলাদেশি ৩ ক্রিকেটার

অতি সাধারন মানুষ হিসেবেই থাকতে চাই। মানুষের আবেগ আর কষ্ট যেন আমাকেও ছুয়ে যায়। কখনো সূক্ষ্ম অনুভুতি গুলুও যেন ভোতা হয়ে না যায়। আই সি সির বছরের শ্রেষ্ঠ ওয়ানডে ক্রিকেটার এর জন্য মনোনীত হয়েছেন সাকিব আল হাসান। এছাড়া সেরা টি টুয়েন্টি ক্রিকেটার এর জন্য মনোনীত হয়েছেন ইলিয়াস সানি।

আরও আছে আই সি সির বছরের শ্রেষ্ঠ উদিয়মান ক্রিকেটার এর জন্য মনোনীত হয়েছেন নাসির হোসেসেন। যে পুরস্কার পাওয়ার যোগ্যতা হলও প্লেয়ার এর বয়স হতে হবে 26 বছরের কম এবং কম বেশী ৫ টেস্ট এবং / অথবা ১০ ওয়ানডে এবং ৫ T20Is খেলতে হবে। এই বছরের ICC পুরস্কার এ ১১ ব্যক্তিকে দেয়া হবে এবং এছাড়াও বছর এর শ্রেষ্ঠ টেস্ট এবং একদিনের দল ও নির্বাচন করা হবে। আইসিসি সহযোগী দেশের জন্য ও আছে পুরস্কার আর এই বছর আয়ারল্যান্ড, নেদারল্যান্ড , আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত এবং কানাডা আছে এই সংক্ষিপ্ত তালিকায়। 4 আগস্ট 2011 থেকে 6 আগস্ট 2012 এই সময়ের মধ্যে খেলা অসাধারণ খেলোয়াড়দের LG-ICC পুরস্কার 2012 তে পুরস্কৃত করা হবে।

নিয়মানুসারে কমে ক্রম অনুযায়ী প্রত্যেকটি বিভাগ এই একটি সংক্ষিপ্ত তালিকা হবে। মনোনীত দীর্ঘ-তালিকাঃ একক পুরস্কার আইসিসি টেস্ট ক্রিকেটার বছর শহীদ আফ্রিদি (পাক) সাইদ আজমল (পাক) মাইকেল ক্লার্ক (অস্ট্রেলিয়া) এলিস্টার কুক (ইংল্যান্ড) এম এস ধনি (ভারত) স্টিভেন ফিন (ইংল্যান্ড) গৌতম গম্ভীর (ভারত) সাকিব আল হাসান (বাংলাদেশ) বিরাট কোহ্লি(ভারত) লাসিথ মালিংগা (শ্রিলংকা) ব্রেন্ডন মেক্কুলাম (নিউজিল্যান্ড) মরনে মরকেল (এসএ) সুনীল Narine (ওয়েস্ট ইন্ডিজ) কুমার সাঙ্গাকারা (শ্রিলংকা) ব্রেন্ডন তেলর (জিম্বাবুয়ে) শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া) আইসিসি মহিলা ওয়ানডে ক্রিকেটার বছর জেস ক্যামেরনের (অস্ট্রেলিয়া) সানেল ডালি (ওয়েস্ট ইন্ডিজ) লিডিয়া গ্রিন(ইংল্যান্ড) আনিসা মোহাম্মদ (ওয়েস্ট ইন্ডিজ) মিতালি রাজ (ভারত) সারাহ তেলর (ইংল্যান্ড) Stafanie টেলর (ওয়েস্ট ইন্ডিজ) আইসিসি মহিলা T20I ক্রিকেটার বছর জেস ক্যামেরনের (অস্ট্রেলিয়া) সানেল ডালি (ওয়েস্ট ইন্ডিজ) আলিসা হেলি (অস্ট্রেলিয়া) আনিসা মোহাম্মদ (ওয়েস্ট ইন্ডিজ) মিতালি রাজ (ভারত) লিসা সাথাল্কার(অস্ট্রেলিয়া) সারাহ তেলর (ইংল্যান্ড) সটিফেন টেলর (ওয়েস্ট ইন্ডিজ) আইসিসি বছরের উঠতি ক্রিকেটার ট্রেন্ট (নিউজিল্যান্ড) ডগ ব্রাছয়েল (নিউজিল্যান্ড) দিনেশ চান্ডিমাল (শ্রিলংকা) কামিন্স(অস্ট্রেলিয়া) নাসির হোসেন (বাংলাদেশ) জুনায়েদ খান (পাক) নাথান (অস্ট্রেলিয়া) টিনো মায়ও (জিম্বাবুয়ে) সুনীল নারায়ন(ওয়েস্ট ইন্ডিজ) জেমস প্যাটিনশন (অস্ট্রেলিয়া) লাহিরু থিরিমানে(শ্রিলংকা) ম্যাথু ওয়েড (অস্ট্রেলিয়া) আইসিসি সহযোগী থেকে এ বছরের ক্রিকেটার সাইমান আনোয়ার (সংযুক্ত আরব আমিরাত) পিটার বরেন(নেদারল্যান্ড) জর্জ ডক্রেল(আয়ারল্যান্ড) ট্রেন্ট জনস্টন (আয়ারল্যান্ড) ইডি জয়েস (আয়ারল্যান্ড) জন মানি(আয়ারল্যান্ড) কেভিন O'Brien (আয়ারল্যান্ড) হিরান প্যাটেল (কানাডা) পল Stirling (আয়ারল্যান্ড) দউলত(আফগানিস্তান) আইসিসি বাংলাদেশের টোয়েন্টি 20 বছর আন্তর্জাতিক পারফরমেন্স ইলিয়াস সানি (বাংলাদেশ)ঃ 4-1-13-5 বনাম আয়ারল্যান্ড, বেলফাস্ট, 18 জুলাই 2012 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.