আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাংক বিষয়ক সাহায্য............

আমি সৌন্দর্য সৃষ্টি করি, আমি সৌন্দর্যের শিল্পী.... ভাইজানেরা আমারে একটু সাহায্য করেন.......... একটা ব্যাঙ্ক একাউন্ট খুলতে চাই.......... কিন্তু কোন ব্যাঙ্কে খুললে ভালো হবে বুঝতে পারছি না। বেশ কয়েকটা বাছাই করেছি............. প্রিমিয়ার ব্যাঙ্ক, এবি ব্যাঙ্ক, ব্র্যাক ব্যাঙ্ক আর ইউসিবি.......... কোনটা বেশি ভালো হবে??? আমার কয়েকটা বিশেষ সুবিধা লাগবে......... ১. একটা ভালো আন্তর্জাতিক ডেবিট কার্ড(মাস্টারকার্ড হলে ভালো) ২. বার্ষিক খরচ ৮০০/- এর মধ্যে আর অবশ্যই ৩. উন্নত গ্রাহকসেবা তো আমারে কিছু পরামর্শ দেন। যদি অন্য কোন ভালো ব্যাঙ্কের নাম জানা থাকে সেটাও বলেন............ আপডেট : সারা ইন্টারনেট আর ব্লগ ঘেটে যা দেখলাম তাতে তো ব্র্যাক সুবিধার মনে হচ্ছে না। আর কয়েকটা নতুন ব্যাঙ্কও পাওয়া গেল বিবেচনা করার মত............. প্রাইম ব্যাঙ্ক, ব্যাঙ্ক এশিয়া, সিটি ব্যাঙ্ক............... এগুলোর মধ্যে কোনটা ভালো হবে?? আর একাউন্ট খুলতে কি শুরুতে আরেকটা বড় চার্জ দিতে হয় নাকি?? আমার তো জমাই দেখা যাবে চার্জের চেয়ে কম............ আর কয়েকটা প্রশ্ন.......... ১. একাউন্ট খুলতে কি কি জিনিসপত্র লাগবে? ২. আমি নমিনিকে না জানিয়ে একাউন্ট খুলতে চাই... সম্ভব? ৩. সেভিংস একাউন্ট থেকে টাকা তোলার সীমা কত এবং কতবার? ৪. কোন শাখায় হিসাব খুললে ভালো হবে(বাণিজ্যিক এলাকায় নাকি আবাসিক এলাকায়)?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.