আমাদের কথা খুঁজে নিন

   

মাওলানা দেলোয়ার হোসেন সাইদী ওরফে দেইল্লা রাজাকারের মুক্তি চাই (একটি মামু বাড়ীর আবদার)

uব্লগিং করলে নাকি জাতে উঠা যায় !জাতে ওঠার তীব্র আকুলতায় সম্ভবত উদ্ভট হেডিং দেখে বিস্তারিত বাটনে ক্লিক করেছেন । সাউথ এশিয়ার প্রলয়ংকারী বিজ্ঞাপনে চাপা পড়ে গেছে আবুল থেকে শুরু ইউনুস পর্যন্ত । মেডিকেলের ভর্তি সংক্রান্ত উদ্ভট তত্বে কিছুটা হলেও মান রক্ষা হয়েছে সাউথ এশিয়া ইউনিভার্সিটির । ধারনা করা হচ্ছে আগামী নির্বাচনে সাউথ এশিয়ার কর্মকর্তা কর্মচারীদের কৃতজ্ঞতাসরুপ নেীকা মার্কায় ভোট দিতে প্রজ্ঞাপন জারি করা হবে । তবে ভাল মন্দ যাই হোক সাউথ এশিয়া কিন্তু তাদের উদ্দেশ্য সাধনে পুরোপুরি সফল ।

প্রচার প্রয়োজন ছিল প্রচার ঠিকই হল । নেগেটিভ মার্কেটিংও কিন্তু একটা শক্তধারা । আপনি আমি কেউই হয়ত ঐ ভার্সিটিতে ভর্তি হব না কিন্তু গ্রাম পর্যায়ের শিক্ষার্থীরা কিন্তু চাকচক্য দেখে ঠিকই আসবে । লাইনে ধরে ভর্তি হবে । কতৃপক্ষ ফুলে ফেপে উঠবে ।

ব্যাবসা ভাল হবে যেটা তাদের মুল উদ্দেশ্য । তো যাই হোক আমিও তেমন একটা প্রতারনার আশ্রয় নিলাম উদ্ভট হেডিং দিলাম । যাতে আপনার উতসুক হয়ে পোষ্টটি পড়েন । এখনও পড়ছেন মানে আগ্রহ এখনও আছে ধন্যবাদ । সন্তান ভুমিষ্ট হওয়ার ঐতিহাসিক সময়কাল হল ১০ মাস ১০ দিন ।

ইদানিংকালে সময় সংকুচিত হয়ে ৯/১০ মাসেই কর্ম সাবার । সামুতে আমার বয়স সবে ৯ মাস মানে এখনও ভুমিষ্ট হতে পারি নি । কয়েকটি পোষ্ট করেছি বিচ্ছিন্নভাবে । রাজনৈতিক কাদাছোড়াছুড়ি থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখি । গত নির্বাচনে আওয়ামিলীগ কে ভোট দিয়েছিলাম।

না দলীয় প্রেমে কিংবা শেখ হাসিনার কান্না দেখে নয় কেবল রাজাকার যুদ্ধপরাধিদের বিচার করা হবে এই প্রতিশ্রুতির জন্য । জয় বাংলা বলে গলা ফাটিয়েছি তারেক রহমানের বিচার হবে এই আনন্দে নয় বরং কোন রাজাকারের গাড়ীতে আর বাংলাদেশের পতাকা উড়বে না এই আনন্দে । আমাকে তালগাছবাদী মতবাদের ধারক বলতে পারেন । সব কিছু মানি কিন্তু রাজাকার প্রশ্নে কোন ছাড় নাই । আমার মায়ের বোনের ধর্ষনকারী,বাবার হত্যাকারী অনেকের কাছে পীর পয়গম্বর হইতে পারে আমার না ।

মাঝে মাঝে অস্থির লাগে এই দেশে এখনও মুক্তিযোদ্ধা বেচে আছে । তাইলে এত বিচার সালিশির দরকার কি । পল্টনে ওগো ছাইড়া দেয়া হোক মগবাজারে যাবার আগেই ছাতু হয়ে যাবে । যাইহোক এই হল আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি । আমার খুব কাছের বড়ভাই যিনি এখন বিলেতে থাকেন ।

ফেসবুকে একটা ছবি শেয়ার করছে । আমি তাতে একটা কমেন্ট করি । উনি আমাকে রিপ্লাই দেন বড় করে : Rajakar aar war criminal er difference ta explain korle facewash er por gosol dewa lagte pare. Muktijuddher arms joma na diye bank loot aar bari bari jara dakati korsen tader tumi ki bolba? Bangladesh e real muktijoddhara khaite paina aar r ajakaarra montri hoi. Shob cheye mojar bepar holo hasina 96 e ei rajakaar er coalition silo. Shob holo baakshali khomota dokhol aar horiloot er propaganda. Tomar jodi eituku insight thakto tahole bujhta shadhin banglai rajakarder hindura keno MP banai. Bangladesh er jonmo kibhabe holo, keno mujib 3 lac re 3 million koilo aar kenoiba indiar kase pakistan mujibnogor e surrender korlo eituku bujhle tupi darir proti obhokti ashtona. Ontoto dhandabaaj mujib coat walader choritro tomar kase porishkar hoye jeto. Hujug aar abeg diye kono upokaar hoina re bhai. Je tyrant government desh loot kortese, shei goverment aar tar Chehara Khatun, Abul, Tuku, Choronjit marka ministry er horiloot er success niye focus koro. Eder cheye bangladesh er boro threat ekhon aar keu na. Islam issue niye na hoi kotha nai bollam. Desh e islami mullobodh ke noshto kora na hole hoito tomar dukkhokonok post ta amar porte hoto na. Tomar ek post e tumi nijei likhechile tomar ex onek jon er Y or Z hoyeche. Bhai re.... Eto beshi prooaganda khawaile desh er manush hoi bibhranto, shomaj hoi durnitiporayon, divorce rate bere jai aar porokiya aar temporary prem rise koray. Keno je musolman hoye tupi dari shojjho hoina eta bujhina. Anyways i do respect your patriotism. Asha kori ebar awamider poton dekhar por tumi abaro dekhba tomar priyo netri abar kibhabe shoirachar ershad aar jamat leaderder paye dhoren coalition korte. Jeno next election e abar jeta jai. Rajakar albadar shoirachar egula bepar na jodi era noukar jatri hoi. Asha kori ami clear korsi tomar issue ta. Unlike you ami kintu bangladesh er dol e. Khaleda hasina ershad or nijamir dol e na. খুব কাছের বড়ভাই বলে ওনাকে এটার সঠিক জবার দিতে পারি নাই । কিন্তু মনের ভিতর খচখচানি রয়েই গেছে । মুখ চুলকায় মনে কয় ফোন কইরা গালি দেই ।

ওনারে ইতিহাস শেখাই ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।