আমাদের কথা খুঁজে নিন

   

এখন থেকে ইবুক পড়ুন পৃথিবীর যেকোনো মোবাইলে(এমনকি চায়নিজ মোবাইলেও) -ইবুক বিপ্লবের শুরু হোক...

বুকে জমা ---- দীর্ঘশ্বাস কারাগারের গরাদে মাথা কুটে মরা আমার বাক স্বাধীনতা । শোষকের ভয়ে বিনীত- কাপুরুষের মতো -- জীবন যুদ্ধে পরাজিত আমরা। আমরা কম্পিউটারে প্রতিনিয়ত ইবুক পড়ি। কিন্তু, মোবাইল দিয়ে পারি না। অনেকের অনেক ধরনের মোবাইল আছে।

দরিদ্র দেশ হওয়াতে বেশিরভাগ মানুষেরই লো-কনফিগারেশন মোবাইল। হাই-কনফিগারেশন মোবাইলেও অনেক সময় পিডিএফ রিডার থাকে না। মোবাইল পোর্টেবল ডিভাইস। যখন, যেখানে ইচ্ছা সেখানে নেয়া যায়। যদি , এটাকে ইবুক পড়ার জন্য ব্যবহার করা যেত তাহলে কতই না ভাল হতো।

এরকম চিন্তা যারা করেন- তাদের জন্যই এই মৌলিক পোস্ট(মৌলিক পোস্ট বলছি-কারণ , এ ধরনের কোন পন্থার কথা আমি কোন ব্লগ কিংবা কোন কার কাছ থেকে শুনিনি। যদিও থাকতে পারে , তবে আমার সুদীর্ঘ ব্লগজীবনে দেখিনি)। মোবাইল যোগ্যতাঃযেসকল মোবাইলে ছবি দেখা যায়। (চায়নিজ মোবাইল হতে শুরু করে আইফোন-সব মোবাইলেরই এই যোগ্যতা আছে। ) আইডিয়াঃযদি প্রতি ইবুকের প্রতি পৃষ্ঠার স্নেপশট নেয়া যেত।

তাহলে,সেই স্নেপশটের ছবিগুলিকে একত্র করে একটি ফোল্ডার তৈরি করা যেতে পারে। সেই ছবিগুলিকে , মোবাইলে জুম করে পড়া যেতে পারে। যতটা সহজভাবে বলছি। ততটা সহজ নয় কাজটা। এজন্য, আমরা অন্য পন্থা খুঁজে দেখতে পারি।

পন্থাটি হল - একটি সফটওয়্যার ব্যবহার করা। আমরা সেই কাজটিই করবো। আমরা একটি সফটওয়্যার ব্যবহার করবো যার নাম "Kvisoft PDF To Image Free "। সফটওয়্যারটির সবচেয়ে বড়গুন হল এটি - ২.৫ এমবি। স্টেপ ১- প্রথমেই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এখান থেকে - -ডাউনলোড(২.৫ এমবি)- ইন্সটল করার পর দেখবেন - স্টেপ ২- ওপেন হবার পর "অ্যাড ফাইল" অপশনে ক্লিক করুন।

স্টেপ ৩- এইবার যে পিডিএফ ( ইবুক ) কে ইমেজে রূপান্তর করতে চান। সেইটা সিলেক্ট করেন। আমি এখানে - আমার তৈরি সামুর মে মাসের ইবুক সঙ্কলনকে ইমেজে রূপান্তর করেছি। --------------------এরপর ওকে করেন। স্টেপ ৩ - এরপর অপশন থেকে ছবির সাইজ ঠিক করে নিন।

এখানে ১৫০/১০০ করে দিয়েছি। ডিফল্ট থাকলেও হবে। [ এই অংশ না করলেও চলবে- ডিফল্ট ভাবে সিলেক্ট করা থাকে। ছবির মান উন্নত করতে হলে - এই অংশে ডিফল্ট ভ্যালু বাড়িয়ে দিতে হবে। ] স্টেপ ৪ - এইবার কনভার্ট অপশনে ক্লিক করুন ।

কাজ শুরু হবে - স্টেপ ৫ - কিছুক্ষণ সময় নিবে কনভার্টিং হতে- এরপর কাজ শেষ হলে যেখানে সেভ করা হয়েছিল , সেই ফোল্ডার অটো খুলে যাবে । এইগুলি সব ইমেজ। যা ,আপনি যেকোনো মোবাইলের মেমরি কার্ডে ঢুকিয়ে নিতে পারেন। ইচ্ছে মতো জুম করে পড়েন। এখন থেকে পিডিএফ আর কোন সমস্যা না।

যেকোনো মোবাইলে এমনকি যাদের ইবুক পড়ার সফটওয়্যার নেই - তারাও পড়তে পারবেন ইবুক। বই পৃথিবীর সবচেয়ে সুন্দর একটি জিনিস। এক একটা বইয়ে এক একটা সমুদ্রকে আটকে রাখা হয়। কত হাসি , কান্না , জ্ঞান আটকে রাখা হয় এক বইয়ে তা কে জানে । সুন্দর সুন্দর কিছু প্রাণহীন শব্দ আমাদের হাসায় , কাঁদায় এমনকি জীবনের মোড়ও পরিবর্তন করে দেয়।

জীবনের অবিরাম ছলনায় আমরা একটু শান্তির আভাস পাই বই থেকে। বই আমাদের জীবনের সেরা বন্ধু । সেরা বন্ধুকে যদি সবসময় হাতের কাছে রাখা যায় তাহলে তো আর কথাই নেই। হালের ইবুক সে সুবিধা দিয়েছে। সে সুবিধাকে আরও একটু বাড়িয়ে নিলে কেমন হয়।

সে উদ্দেশ্যেই এই পোস্ট। সারাংশঃ আসল কথা হল জ্ঞানপিপাসা থাকলে , আপনাকে কেউ ঠেকাতে পারবে না। আপনি যে অবস্থাই থাকেন না কেন - ইচ্ছে থাকলে আপনি পথ খুঁজে নিবেনই।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।