আমাদের কথা খুঁজে নিন

   

হা হাহ হা মামায় এটা কি কইেলা-- আমি একটু মেয়েলি: শাহরুখ

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই এতোদিনে আমার ধারণার পক্ষে সে নিজেই সাক্ষি দিলো .................... ২০ বছরেরও বেশি অভিনয় ক্যারিয়ারে বহু চরিত্রে অভিনয় করলেও অ্যাকশন ছবিতে অভিনয় করার খুব একটা সাহস দেখাননি বলিউড বাদশা শাহরুখ খান। তার অ্যাকশন ছবির সংখ্যা খুবই নগণ্য। দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গের পাগল প্রেমিক রাজ থেকে কলেজ বয় রাহুল হয়ে হকি কোচ কবির খানের মতো চরিত্রগুলোতে বেশি মানিয়েছেন তিনি। অ্যাকশন চরিত্রে অভিনয় করার কথা তিনি সহজে মাথায় আনতে চান না। এতদিনে কারণটা জানালেন নিজেই। শাহরুখ মনে করেন তিনি একটু মেয়েলি। তাই কোনো দিনই নিজ থেকে অ্যাকশন চরিত্রে অভিনয় করতে চাননি শাহরুখ। এখানে পেলাম মুম্বাইয়ে একটি সাংবাদিক সম্মেলনে শাহরুখ নিজের মুখেই বলেন এ কথা। সঙ্গে এও জানান যে, ৪৭ বছর বয়সেও তিনি একজন অসাধারণ প্রেমিক। তবে ভার্জিন নন (আই অ্যাম আ ফ্যান্টাসটিক লাভার অ্যাট ফর্টি সেভেন অ্যান্ড নট আ ভার্জিন)!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।