আমাদের কথা খুঁজে নিন

   

মন্ত্রী, এমপি, ক্ষমতাবান, সরল গিনিপগি সবই দাড়াবে একসাথে একই কাতারে ।

আমার লেখা পড়ে.................. এ ভাবেই হাটতে হবে । বলেছিল একজন। কিন্তু কেন এ ভাবে হাটবো ? কিছু লোক গাছ কেটে নিয়েছে , তাই ছায়াও নেই । ঐ গাছের অংশীদার আমি নিজেও । অথচ পা পুড়ে যায়, ঘাম বের হয় তপ্ত তাপাদহে, শুকিয়েও যায় একই পক্রিয়ায় ।

আমি, তুমি , সে চুপ তবুও । কি দরকার ঝামেলার । অতপর হিট স্ট্রোক । হাসপাতাল, ধার দেনা, উৎকন্ঠা একটা পরিবারের অস্থিরতা । আগে যদি বাধা দিতাম তাহলে হিট স্ট্রোক হতো না ।

ছায়া........ ১৯৭১............. এ দেশ হিন্দু হয়ে যাবে । মসজিদে আযানের পরিবর্তে উলু ধ্বনি শোনা যাবে । মুক্তিযুদ্ধারা সব নাস্তিক মুরতাদ । এদেশের নারীদের ধর্ষণ করে তাদের পেটে সাচ্চা মুসলমান পয়দা করতে হবে । মা ও সদ্য কিশোরী একসাথে একই কক্ষে এক সাথে ধর্ষিত ।

পাশের রুমেই মদের বোতল । ধর্ষণকারী ইসলামের (?!) নামে ধর্ষন করে যাচ্ছে । কোন ইসলাম ? **মহানবী (সঃ) বিড়ালের ঘুম ভেঙ্গে যাবে বলে আস্তে করে চাদরে কোনা কেটে নিয়ে গায়ে দেন যাতে চাদরের উপর ঘুমিয়ে থাকা বিড়ালের ঘুম না ভাঙ্গে । আহা । শান্তির বাণী, শান্তির মহা পুরুষ ।

২০১৩............ চাদে সাঈদী. . . এ দেশ হিন্দু হয়ে যাচ্ছে । ভেঙ্গে ফেল সব মন্দির । ধর্মীয় উম্মাদনা । ইসলাম রক্ষা কর । আবার ইসলাম প্রার্থণা গৃহ থেকে তাদের পকেটে ।

সরল মানুষ খেটে খাওয়া । নামায, রোযা .......... অত পড়া লেখা তো নাই । তাই হুজুরেরা যা বলে তাই সত্যি । বড় মানুষেরা যা বলে তাই ঠিক । সম্মানিতের প্রতি বিশ্বাস আনুগত্য সা্বলীল সরলতা ।

এ সুযোগ কাজে লাগায় ডমিনাস, হেলভেশিয়ায় খাওয়া রাজনিতীবিদরা । হাদীস কোরান বানিয়ে নেয় নিজেদের সুবিধা মত । ধর্ম তাহার ক্ষমতাবান হওয়ার অস্ত্র , সরলের কাছে ভালোবাসা । এ দিন, দিন নয় আরও দিন আছে............ মুসলমান মাত্রই জানে শেষ বিচারের কথা । মন্ত্রী, এমপি, ক্ষমতাবান, সরল গিনিপগি সবই দাড়াবে একসাথে একই কাতারে ।

সে দিন সবাই সমান । বাংলা সিনেমার একটা গান আছে- দুই কান্ধে দুই মুহুরী, লিখতে আছেন ডাইরী---- সে দিন ডাইরী দেখে সম্মানিত আর অসম্মানিত আলাদা করা হবে । ****** ধর্মকে যেমন ইচ্ছা তেমন ব্যাবহার করা ইসলামে কঠোর ভাবে নিষিদ্ধ করা হয়েছে । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.