আমাদের কথা খুঁজে নিন

   

... জিপিএ'র ভিত্তিতে মেডিক্যাল ভর্তি ... সিদ্ধান্তদাতারা USA ইউনিভার্সিটি থাইক্যা পাস করছে মনে হয়...

দুপুরে বাইরে থেকে বাসায় এসে ফেসবুকে ঢুকেই দেখি মহাকাব্য। সেই মহাকাব্য নিয়ে আমার আর আমার বন্ধুদের মতামত সমূহ... আবুযর গিফারী ... অন্তত উচ্চ শিক্ষার ক্ষেত্র সমূহ যেমন- মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং আর পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি পরীক্ষা নিয়ে ভর্তি করানো উচিত। আলু-পটলের মত এ+ বিলি বন্টনের পর এবার থেকে মেডিক্যাল কলেজের সিট বিলি করা হবে। যারা পাবে তাদের হয়ত অনেকেরই চিকিৎসক হওয়ার মত কোনো যোগ্যতাও নেই। দেশের মানুষ এমনিই দেশি চিকিৎসকের খুব একটা উপর নির্ভর করতে পারে না।

এরপর থেকে তো এই নির্ভরতাটুকুও উঠে যাবে। ...[/sb ব্লেজিং ফয়সাল এখন পর্যন্ত মানুষ বাংলাদেশী ডাক্তারদের কাছে যায় ভরসা নিয়ে... কিন্তু আজ থেকে ৬ বছর পরে যে ডাক্তার গুলো বের হবে তাদের কাছে রিস্ক নিয়ে কোন রোগী যাবে বলে মনে হয় না। । গুটিকয়েক প্রশ্ন পড়িয়ে গনহারে এ+ ধরিয়ে দেয় হাজার হাজার ছাত্র- ছাত্রীর হাতে। ।

এদের কয়জনের প্রকৃতপক্ষে এ+ পাওয়ার যোগ্যতা আছে, তা জাচ করার আগেই ডাক্তারিতে লাইয়াগা দেও এবার... পরীক্ষা ছাড়া কোন এডমিশান হলে কি অবস্থা হয় তার জ্বলন্ত উদাহরন মনে হয় আমি। । কলেজে ভর্তির সময় লিখিত পরীক্ষা বোর্ড থেকে নিষিদ্ধ করে দেওয়ার পর নটর ডেম কলেজে শুধু মাত্র মৌখিক পরীক্ষা দিয়ে চান্স পেয়ে যাই আমি। অথচ, আমি এখনো ভাবি নটর ডেমে পড়ার যোগ্যতা আমার ছিল না... আমার মতো অনেকেই এখনো চান্স পাচ্ছে বলেই নটর ডেমের দাম এখন কমতেছে... মেডিকেলেও এমন অবস্থা হলে তা হবে খুবই খারাপ পরিনতি। ।

এতে করে যে সকল ভালো কলেজ সমুহ শুধুমাত্র এ+ এর জন্য নয়, মেধার লালল ও বিকাশের স্বার্থে পড়াশুনা করাতো তারা ছাত্র ছাত্রীদের গৎ বাঁধা প্রশ্ন মুখস্ত করাতে উৎসাহী হবে... সবচেয়ে বড় কথা, আমাদের স্বাস্থ্য বিভাগ যাদের সাথে অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত তাদের গোঁড়াই যদি মজবুত না থাকে তাহলে ভরসা কিসে?? ব্যাপারটা চরম উদ্বেগের যে, মেডিকেলে এখন থেকে কোন ভর্তি পরীক্ষা নয় বরং জিপিএ এর ভিত্তিতে ভর্তি করা হবে !!! জানি এত্ত বড় স্ট্যাটাস কেউ পড়বেন না, কয়েকজন নাম দেখে লাইক দিয়েই চলে যাবেন, কিন্তু এর প্রতিবাদ করা উচিত সকলের। সবার আগে প্রতিবাদটা আসা উচিত মেডিকেল পড়ুয়া ভাই- বোনদের কাছ থেকে, যারা এমন একটি সিদ্ধান্তে একটি অপরিপক্ক অনুজের দল পেতে যাচ্ছে... যাদের অনেকেই সে জায়গায় যাওয়ার যোগ্যতা না থাকা সত্ত্বেও আমরা পাঠিয়ে দিচ্ছি। । রোমেল ভর্তি পরীক্ষা প্রকৃত মেধা আর প্রতিভা তুলে আনে, এটা বন্ধ করা আর মাথা ব্যাথার জন্য মাথা কাটা একই কথা। ভর্তি পরীক্ষার্থী কমাতে হলে বুয়েট এর মত GPA 25 এর মধ্যে ২৪ বা ২৩ করে দিন।

একমাত্র মেডিকেল এ biology তে ৩.৫ পেয়ে ফর্ম তুলতে পারে। এটা ৫ করুন। কোচিং বন্ধ করতে চাইলে কোচিং এর reg বাতিল করুন। ভর্তি পরীক্ষা কেন?সব শিক্ষক কি একই ভাবে খাতা দেখে?যেখানে ৬১ হাজার ছেলে মেয়ে সেরা ফলাফল করছে সেখানে আপনারা কিভাবে পাগলের মত হঠকারি সিদ্ধান্ত নিতে পারেন? মেডিকেল এ ৬১ হাজার আসন তৈরি করুন আগে। নতুন ভর্তি বাণিজ্য করতে চায় সরকার।

অলিউল্লাহ্‌ সুজন ...দেশকে আবুলকরন উদ্যোগের লেটেস্ট সংযোজন "রেজাল্টের ভিত্তিতে মেডিকেল ভর্তি" । "ভিশন ২০২১" , - ২০২১ সালের মধ্যে দেশের সকল জীবিত / মৃত / অর্ধমৃত মানুষকে আবুলে পরিণত করা হবে । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।