আমাদের কথা খুঁজে নিন

   

অ আ আজকের লেখালেখি - ৬০

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! প্রতিনিয়ত দেখছি, শুনছি আমাদের প্রিয় ঢাকা ছিনতাইকারীর জন্যে স্বর্গ হয়ে গেছে। রোজ কারোর না কারোর ছিনতাই হচ্ছে, পকেটমার হচ্ছে। যার টাকা যাচ্ছে চলে তার এবার ঈদের প্রিয়জনদের জন্যে কোন কিছু কেনা সম্ভব হচ্ছে না, হয়ত অনেকে সাধ্যের বাইরে চলে যাওয়া দামে কালোবাজার থেকে টিকেট কাটার ক্ষমতাটাও হারিয়ে ফেলছে। কেউ কেউ ধার করে কোনমতে প্রিয়জনদের কাছে ফিরতে পারছে। আমাদের কেউ নিরাপত্তা দিতে পারছে না।

আমরা টাকার অভাবে নিরাপত্তা কিনতেও পারছি না। আমরা যারা মধ্যবিত্ত চাকুরীজীবি, তাদের আয় সীমিত হয়ে গেছে, জীবন যাত্রার ব্যয় যে অনুপাতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেই অনুপাতে আয় বাড়ছে না, যা বাড়ছে তা অতি নগন্য, যার জন্যে আমাদের সঞ্চয় অতি সামান্য কোন সময় ধার বাড়ছে। আমাদের ভবিষ্যৎ চলে যাচ্ছে ঘন অন্ধকারের দিকে। এত কষ্টের মাঝেও আমরা মরে যাই না, বেঁচে থাকি প্রিয় মানুষগুলোর হাসিমুখ দেখে। টিকে থাকি দিনের পর দিন ।

১২ই আগষ্ট, ২০১২ ---------------------------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজক্টে ৬০/৩৬৫ পুরাতন লেখালেখিগুলো ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।