আমাদের কথা খুঁজে নিন

   

টেকি পাঠশালাঃ গরিবের রেফ্রিজারেটর B:-) B:-)

দ্রিমু য্রখন ত্রখন স্রবট্রাতেই দ্রিমু এই পদ্ধতিটি Pot-in-pot refrigerator নামে পরিচিত। খ্রিষ্টপূর্ব ২৫০০ সালের কাছাকাছি সময়ে প্রাচীন মিশরীয় সভ্যতায় এর ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। নাইজেরিয়ার Mohammed Bah Abba নামক এক শিক্ষক এর কিছুটা উন্নত সংস্করন তৈরি করে ১৯৯৫ সালে পেটেন্ট করেন। তিনি এর জন্য ২০০০ সালে ৭৫ হাজার মার্কিন ডলার পরিমান Rolex Award for Enterprise এবং ২০০১ সালে World Shell Award for Sustainable Development পুরষ্কার পান। যা লাগবেঃ ১. দুইটি ভিন্ন সাইজের মাটির পাত্র (একটির চেয়ে অপরটি কিছুটা বড় আকারের) ২. একটি তোয়ালে বা মোটা কাপড় ৩. মোটা বালি ৪. কাদামাটি বা পুডিং(মাটির পাত্রে ছিদ্র থাকলে বন্ধ করার জন্য) ৫. পানি যেভাবে করতে হবেঃ মাটির পাত্রের তলায় ছিদ্র থাকলে কাদামাটি বা পুডিং দিয়ে বন্ধ করতে হবে।

বড় পাত্রটির তলায় বালি দিয়ে এমনভাবে স্তর তৈরি করুন যাতে এর ভেতরে ছোট পাত্রটি রাখলে উভয় পাত্রের উপরের অংশ সমান হয়। এবার বড় পাত্রটির ভেতরে ছোট পাত্রটি রাখতে হবে। মাটিরপাত্র দুইটির মাঝের ফাঁকা জায়গা বালি দিয়ে ভরে ফেলুন। বালির ভেতরে এর পানি শোষণ করা শেষ হওয়ার আগ পর্যন্ত পানি ঢালতে হবে। এবার এর ভেতরে খাবার রাখুন।

পানিতে পুরোপুরি ভিজিয়ে নিয়ে তোয়ালে বা মোটা কাপড়টি দিয়ে খাবার রাখা পাত্রটি ঢেকে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। প্রতিদিন কাপড়টি তুলে পাত্রের বালিতে পানির পরিমাণ দেখতে হবে। বালিতে পানির পরিমাণ কম থাকলে আবার পানি ঢালতে হবে। উইকিপিডিয়া মতে উপরোক্ত পদ্ধতিতে সংরক্ষনযোগ্য কয়েকটি খাবারঃ গাজর - ২০ দিন পেয়ারা – ২০ দিন মাংস – ১৪ দিন টমেটো - ২০ দিন বেগুন – ২১ দিন ========================= আরো কয়েকটি টেকি পোস্টঃ গরিবের এয়ারকুলার কাগজ দিয়ে বানিয়ে নিন সিডি/ডিভিডি কেস পুরাতন টি-শার্ট থেকে ব্যাগ তৈরি, মাত্র ১০ মিনিটে বানিয়ে নিন জুতা/স্যান্ডেল র‌্যাক, একটু অন্যরকম করে মাত্র ২ সেকেন্ডে টি-শার্ট ভাঁজ করা শিখুন (ভিডিও টিউটোরিয়াল সহ)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.