আমাদের কথা খুঁজে নিন

   

চেপে থাকা দীর্ঘশ্বাস

নিজেকে জানার চেষ্টা চলছে । কখনো জানতে পারলে বলবো । লাখো মানুষের রক্তে রাঙানো হাতে নিয়েছ তুলে দেশের শাসনভার, রঞ্জিত হবে আবার দু'খানা বাহু, গড়বে প্রাসাদ, ছিঁড়বে মাংস দুঃস্থ মানবতার । চির গরবিনী গর্ভধারিণী তুমি দিয়েছ জন্ম নতুন কিছু প্রাণ, দিয়েছ শক্তি, দিয়েছ ক্ষমতা সেই শিশুদের মাঝে শোনাতে পারোনি ঘুমপাড়ানি গান । নিষ্ঠুর সেই শিশুরা আজ কাঁদে ভোলাতে তাঁদের রয়েছে তোমার অস্ত্রধারী সৈন্য, তাঁরা কেড়ে নিয়েছে আমার সকল উপার্জিত অর্থ, হয়েছি রিক্ত, হয়েছি শূন্য, হয়েছি যে চির দৈন্য । সেই শিশুদের মাঝে বেঁচে থাক তুমি সেই শিশুরাই তোমার হাতিয়ার, কখনো কি মনে একটু প্রশ্ন আসে? কে দিয়েছে সকল অধিকার... !

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।