আমাদের কথা খুঁজে নিন

   

রোযার মাস কি সত্যি সিয়াম সাধনার মাস ?

আজকে আমরা সবাই অন্যদের নিয়ে এত বেস্ত থাকি অন্যের ভুল নিয়ে এত আলচনা করি কিন্তু নিজের ভুল গুল কখনো দেখি না। যদি আমরা বা আমি নিজের ভুল গুল দেখি তাহলে অন্যের ভুল গুল আমরা দেখা বন্ধ করব। এতে করে নিজের মধ্যে পরিবর্তন আসবে আমকে দখে অন্যেও বদলাবে। আগে নিজে বদলাউ আমার বিষয় বস্তুতে প্রশ্নবোধক চিহ্ন দেখে সবাই একটু অবাক হচ্ছেন তাইনা? রোযা আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটা উপহার । আমরা অন্নান্য সময় যে গুনাহ করি সেই গুনা গুল মাফ করে নেউয়ার একটা মাস রোযার মাস।

কিন্তু আমরা এইমাসে আল্লাহ র এবাদত এর বদলে দুনিয়ার কাজকর্ম নিয়ে আর বেশি বেস্ত হয়ে পরি। রাস্তাঘাট যেন জন সমুদ্র। এত মহিলা মানুস বেপর্দা ভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাহিরে যেন রোযার মাসে ওটাই তাদের এবাতত। জানিনা আমাদের উপর কখন আজাব এসে পরে আল্লাহ আমাদের হেফাজত করুন আমাদের মা বন দের কে একটু বুঝার তউফিক দিক যেন তারা রাস্তাই পরদার সহিত বাহির হন এতে একজন পুরুষ ও গুনার থেকে হেফাজত হবে তারাউ হবেন। আর পুরুষ রাউ নিজেদের কে সংযম করে চলুন এতে নিজে গুনাহ থকে হেফাজত থাকবেন।

শুধু রমজান মাস বলে না সবসময় এটা মনে রাখতে হবে। কারন মরণের পরে আসল জিন্দেগি শুরু। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.