আমাদের কথা খুঁজে নিন

   

আমার হাড় কালা করলাম রে

আমিও ব্লগ লিখতি আইছি... (অনেক দিন গান টান গাই না, ভাবলাম এখন যখন ব্লগ লিখতিছি, তাহলি পরে যেই গানডা গাচ্ছি, সেইডার লিরিক দিয়ে দিলি কেমন হয়? তাই দিয়ে দিলাম) আমার হাড় কালা করলাম রে ওরে আমার দেহ কালার লাইগ্যা রে আমার অন্তর কালা করলাম রে দুরন্ত পরবাসে মন রে ওরে হাইল্যা লোকের লাঙ্গল বাঁকা জনম বাঁকা চাঁদ রে, জনম বাঁকা চাঁদ তাহার চাইতে অধিক কালা হায় হায় তাহার চাইতে অধিক কালা যারে দিছি প্রাণ রে দুরন্ত পরবাসে মন রে ওরে কূল বাঁকা, গাঙ্গ বাঁকা বাঁকা গাঙ্গের পাড় রে, বাঁকা গাঙ্গের পাড়।। সকল বাঁকায় বাইলাম নৌকা হায় হায় সকল বাঁকায় বাইলাম নৌকা তবু বাঁকারে না জানি দুরন্ত পরবাসে মন রে ওরে হাড় হইলো জারোজারো অন্তর হইলো গুঁড়া রে, আমার অন্তর হইলো গুঁড়া।। পিরীতি ভাঙ্গিয়া গেলে হায় হায় পিরীতি ভাঙ্গিয়া গেলে নাহি লাগে জোঁড়া রে দুরন্ত পরবাসে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।