আমাদের কথা খুঁজে নিন

   

●● আমরা হলাম 'আবেগহীন- গরু খাওয়া' মুসলিম ●●

সুখ সেতো অধরা; ভালো করেই জানি, মর্ত্যলোকে ঘুড়ে বেড়াই আমি অভিমানী। রাসুল (সাঃ) কেয়ামতের যে কয়েকটি আলামত দিয়ে গেছেন। তারমধ্যে অন্যতম হলো - ''পৃথিবীর এক প্রান্তে এক ভাই নির্যাতিত হবে, তার শরীর থেকে রক্ত ঝরানো হবে, অথচ অপর প্রান্তের তার ভাইয়েরা নিশ্চুপ থাকবে।'' (সকল মুসলিম ভাই ভাই) নির্যাতিত বাঙালি রোহিঙ্গা ভাইদের এদেশের 'আবেগহীন- গরু খাওয়া' মুসলিম ভাইদের ঘরে জায়গা হয়নি ঠিকই কিন্তু তাদের দুর্দশায় বিশ্বের অপর প্রান্তের সাচ্চা মুসলিমদের বুক ঠিকই কেঁপে উঠছে... ছবিতে তুরস্কের প্রধানমন্ত্রীর পত্নীকে দেখা যাচ্ছে, যিনি রোহিঙ্গাদের দুর্দশার কথা শুনে তুরস্কের প্রতিনিধি দল নিয়ে ছুটে এসেছেন মিয়ানমারে। তাদের দুর্দশা দেখেছেন নিজ চোখে। চোখের সামনে সব দেখে সামলাতে পারেননি নিজের আবেগকে ...  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।