আমাদের কথা খুঁজে নিন

   

University of South Asia- ইহা আমরা কি দেখিতেছি...

কয়েকদিন ধরিয়া আমার ফেবু হোমপেজ শুধু এই বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান বিষয়ক নিউজ ফীডে ভরতি। আগ্রহী হয়ে দেখিবার পর হাসব না কাদব বুঝিতে পারলাম না। তবে একটা কথা, এপর্যন্ত এরকম হইচই তুলিয়া দেয়া কিন্তু তাদের কৃতিত্ব ই। মার্কেটিং মানেই জনগন এর কাছাকাছি পণ্য পৌছাইয়া দেয়া। আর সে কাজে যে এই রজনীকান্ত মার্কা প্রতিষ্ঠান বিয়াপক ভাবে সফল তা আর বলতে।

কিছুদিন পর সবাই বলিবে কিসের কলিকাতা হারবাল আমেরিকা হারবাল সকল সমস্যার সমাধান হিসেবে সাউথ এশিয়া তো আছেই। অদূর ভবিষ্যতে স্পষ্ট দেখিতে পারিতেছি সকল উপমহাদেশ শ্রেষ্ঠ যেসকল জ্যোতিষী ভাগ্য বদল করার প্রতিশ্রুতি দেন তাহারা রাস্তায় রাস্তায় ভিক্ষার থালা হাতে ঘুরিতেছেন। কলিকাতা হারবাল এর মালিক মহোদয় দরিদ্র হইয়া রাস্তার হকার বনিয়া গিয়াছেন। তবে অফ টপিক এ বলিয়া যাই আমাদের ক্লাসের কিছু হাফ লেডিস আছে যাদের আমি পরামর্শ দিয়েছি ওখানে ভর্তি হওয়ার কারন তাহলে তাহাদের "ম্যানলি" ভাব টা আসিলেও আসিতে পারে। এই বিষয়ে উক্ত প্রতিষ্ঠান এর কর্তাগণ বিশেষ নিশ্চয়তা দিয়াছেন।

আপনারাও ফ্রী উপদেশ দিতে চাহিলে দিতে পারেন আশে পাশের অর্ধ রমণীদিগকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।