আমাদের কথা খুঁজে নিন

   

কাম-রাঙা দাঁত

কাম-রাঙা দাঁত আপনার পদ্মার চরে আমারে নেন নাইওর.. কোন এক অসতর্ক মুহুর্তে আমরাই বীজ পোতা হইছিল এইখানে আপনারই সন্তান আমি উল্টা হবার সম্ভ‌্যাবনাও মানি যুগে যুগে চলে আসা চর দখলের ইতিহাস আমি জানি আজ দখল আমার গড়লাম নিশানা কন্যা আদর দেন আদর খুইলা দেন পবিত্র গতর শীতল আগুনের স্রোত বইতাছে পাতালপুরীর ভিতর বুনবো হাইব্রিড সময়ের গাছ ধরবে স্বপ্ন ঝড়বে ফুল ফুলবাগিচায় হুলুস্থুল রঙের চাষ প্রজাপতির দল নাচে আদিম মুদ্রা দুলে সাত আসমানের উপরের হাজারো মহিমান্বিত পর্দা... এক এক করে পর্দা সরছে, ঘুড়ি হয়ে উড়ছে ও নূরী আপনার নূরের ঝলকানি দেখি ঘোড়ার খুরে উড়ে কামসুর রাধা বাজায় আজ কৃষ্ণের বাঁশি চরের নীচে সামান্নাখারি যেন র‌্যাম্পমডেলের কোমড়ের লাগান এক নদী যাত্রা সেই জায়গায়... ডুমুর ফুল দেখেছি আজ সাপের পা গজিয়েছে আবার জানি পাব সে মনিরতœ ভাসাই নাও সে ধনের আশায় সুন্দর বনের শরীর ছেড়া বগল নদী সীতা আর মাধবকুন্ডের পাহাড় হয়ে পৌঁছাই লাল কাচা মরিচের বন্দরে ইসরাফিলের শিঙ্গা কৃষ্ণের হাতে দেখি এই তো পাইছি সাঁই কাম-রাঙা দাঁতে কামড়ান এ শরীরর ঝড়ে পড়ুক গন্ধম ফুলের কষ অন্তরের ভিতর যে ঘর সে ঘরে হবে আমাদের বাসর... [আংশিক]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।