আমাদের কথা খুঁজে নিন

   

এক ক্লিকে ডিলিট করুন পিসি এর সব অপ্রয়োজনীয় ফাইল (কোনও সফটওয়্যার ছাড়া)

আমাদের পিসি বা ল্যাপটপ এ Prefetch , temp সহ বেশ কিছু ফোল্ডারএ অপ্রয়োজনীয় ফাইল গুলো জমা হয়। আমরা হয়তো খেয়াল না থাকার কারনে বা প্রতিটি ফোল্ডার এ আলাদা আলাদা করে যেয়ে এসব ফাইল ডিলিট করা হয়ে উঠে না। কিন্তু কয়েকটি লাইন Notepad এ কপি করে ফাইলটি .bat ফরম্যাট এ সেভ করলেই এই কাজ টি সহজে করা যায়। এরপর ওই .bat ফাইল ওপেন করলেই অপ্রয়োজনীয় ফাইল গুলো ডিলিট হয়ে যাবে। প্রথমে একটি মতুন নোটপ্যাড ফাইল তৈরি করুন।

এবার নিচের প্রথম ২ টি লাইন ওই নোটপ্যাড এ কপি করুন। del C:\Windows\Prefetch\*.*/Q del C:\Windows\temp\*.*/Q del C:\Users\Nahean\AppData\Local\Temp\*.*/Q এবার তৃতীয় লাইন টি কপি করার পর Nahean এর জায়গায় আপনার পিসি user name টি paste করুন। আপনার পিসি তে একাধিক ইউজার থাকলে আরেকটি লাইন আগের লাইন টি আরেকটি কপি করে অন্য ইউজার নাম টি paste করুন। এবার ফাইল টির ফরম্যাট .txt পরিবর্তন করে .bat ফরম্যাট এ যে কোন নামে সেভ করুন। আপনি যদি এই ফোল্ডারগুলো তে আগে কখন না যান তবে একবার করে প্রতিটি ফোল্ডার এ যেতে হবে (ইউজার অ্যাক্সেস কনফার্ম করার জন্য) ফোল্ডার গুলো উপরের লাইন থেকে সহজে বুঝা যায়।

আমি আরেকবার লিখে দিলাম C:\Windows\Prefetch\ C:\Windows\temp\ C:\Users\আপনার ইউজার নাম\AppData\Local\Temp\ ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।