আমাদের কথা খুঁজে নিন

   

পথ শিশু

মেশিন চলবে :প মলিন দেহ আমার জরাজীর্ণ বস্ত্র গায়ে । বলতে পারো, আমি কেন ফুটপথে পথ শিশু হয়ে ? কিছু ছুটন্ত হেড লাইট আর নীরব শূন্যতায় । ওষ্ঠাগত জীবন যেন ক্ষুধা মৃত্যুযন্ত্রণায় । প্রচণ্ড শীতে গভীর রাতে , ওভাড়ব্রিজ এর শীতল ছাঁদে । শীত নিবারণের জন্য কত চেষ্টা কত কিছু ? শীত বুড়ী বোঝে না ছূটে চলে আমার পিছু ।

ক্লান্ত দেহে কখন যেন আসে অবসাদের ঘূম ? আচমকা দেখি শহরটায় ব্যস্ততার ধূম । পরে আমি ফুটপথে , ক্ষুধাযন্ত্রণা নিয়ে সাথে । কেঊ যেন এই আমায় দেখতে পাও না ? হয়তোবা এই আমায় দেখেও দেখো না ? ছূটে যাও দূরে আপন কাজে । ফিরতি পথে আবার দেখা হয় সাঁঝে । পরে থাকি ফুটপথে , ক্ষুধাযন্ত্রণা নিয়ে সাথে ।

বিলাস মণে কত জনে ? যায়গা দাও কবিতা গানে । তাই শুনে কিছুক্ষণ মৌনতা । আর সস্তা চোখের জলে সিক্ততা । তারপর আবার আমি ফুটপথে । ক্ষুধা মৃত্যুযন্ত্রণা নিয়ে সাথে ।

ধিক ধিক ধিক্কার , তোমাদের সভ্য সমাজকে , শেষ পর্যন্ত ব্যবসার জন্য পূঁজি করলে আমাকে । যদি কেঊ সৃষ্টির মালিক থেকে থাকো ? রক্ষা করো,রক্ষা করো আমাকে , এই সভ্য সমাজের গোগ্রাস থেকে । চাই না আমি কবিতা গানে জোছনা রাত । চাই শুধু বাচার জন্য এক মূঠ ভাত । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।