আমাদের কথা খুঁজে নিন

   

অসাধারণ একটা মুভি দেখলাম Conquest 1453

সামুর অনেকের মত সুন্দর মুভি রিভিউ লিখতে পারি না। কিন্তু এতটুকু বলতে পারি অসাধারণ একটা মুভি এই Conquest 1453। ১৪৫৩ সালে তুর্কি সুলতান মাহমুদের কন্সট্যান্টিনপল বিজয়ের উপর নির্মিত এই টার্কিশ মুভিটি। হলিউডের যুদ্ধের মুভির মত ফ্লেভার এখানে পাবেন না। সম্পুর্ণ টার্কিশ স্টাইলে বানানো এই মুভিটি।

কাহিনী আর কিছু লিখলাম না, আশা করি দেখলেই আরো বেশী ভালো লাগবে আপনাদের। মুভিটি প্রথম দিনেই তুরস্কে বক্স অফিসে হিট করে। রেকর্ড পরিমান ব্যাবসা করে ইউরোপ আমেরিকা জুড়ে। এই মুভিটিকে মুক্তি না দেয়ার জন্য তুরস্কের চিরশত্রু গ্রীসে এমনকি বিক্ষোভ ও হয়। তুরস্কে মুভিটিকে অনেক সম্মান দেখানো হয়, যার ফলে ২০১২ র ফেব্রুয়ারীতে মুক্তি পেলেও এখনও এর পাইরেটেড কপি বের হয়নি।

দীর্ঘ দিন অপেক্ষার পর আজ একটি সাইটে মুভিটির খোজ পেলাম। সাথে সাথে নামিয়ে দেখে ফেলে মনের সাধ মেটালাম। আশা করি আপনাদের ও ভালো লাগবে। ডাউনলোড লিঙ্ক Click This Link এর যেকোন একটি থেকে নামালেই হবে। আমি kongsifile.com থেকে নামিয়েছি।

আর এই হল সাবটাইটেল লিঙ্ক- Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।