আমাদের কথা খুঁজে নিন

   

"ইউনির্ভাসিটি অফ সাউথ এশিয়া " ....!!!! আগামীতে কি বিজ্ঞাপন দিবে ???

চুশীলরা বাথরুমে যান .................... :-P গত কয়েক দিনে "ইউনির্ভাসিটি অফ সাউথ এশিয়া" যে সব যুগান্তকারী বিজ্ঞাপন দিয়েছে তাতে আমি অভিভূত!! আগামীতে কি বিজ্ঞাপন দিতে পারে সে বিষয়ে একটি গবেষনা মূলক পোস্ট। সম্ভব্য পরবর্তী বিজ্ঞাপন ১ : - আমি মোনা । এম বি এ শেষ করে এখনো বেকার !!! আমাদের কলেজের সবচেয়ে অসুন্দর মেয়ে ছিল জুলেখা। আমরা তাকে 'ডাইনি জুলেখা' বলে ক্ষ্যাপাতাম। এইএসসির পর তার সাথে আর যোগাযাগ হয়নি।

........ কিছুদিন আগে একটা কাজে গেলাম গ্রামীন ফোন কাস্টমার কেয়ারে। গিয়ে দেখি জুলেখা ঐখানে কাজ করে। সে আজ দেখতে লাগছে ঠিক পরীর মত। জিজ্ঞাস করলাম "কিভাবে এত সুন্দর হলে ?" সে বলল, 'আমার রুপের গোপন রহস্য "ইউনির্ভাসিটি অফ সাউথ এশিয়া" । ওখান থেকে বিবিএ করার পর থেকেই আমি এত সুন্দর ।

আমার বস তো আমার জন্য দিওয়ানা" !!!! সম্ভব্য পরবর্তী বিজ্ঞাপন ২ : - আমি জিনিয়া। 'জনি' আমার ল্যাংটা কালের ফ্রেন্ড !! সিরিয়াসলি !!! ছোট থাকতে যখন ল্যাংটা হয়ে খেলতাম তখন থেকেই ও আমার ফ্রেন্ড । আমি ছোটকালে-ই লক্ষ করেছিলাম যে ওর সারা শরির ফর্সা কিন্তু পেনু-টা কালো। বড় হবার পর ওর সাথেই আমার বিয়ে হয়। বাসর রাতে ওর পেনু দেখে ভয় পেয়ে গেলাম।

দেখি ওর পেনু-টা ফর্সা। আমি বললাম " এটা কিভাবে সম্ভব ? তুমি কি সেই জনি?" সে বলল "ইউনির্ভাসিটি অফ সাউথ এশিয়ায় বিবিএ পড়ার ফলেই এটা ফর্সা হয়ে গেছে। সম্ভব্য পরবর্তী বিজ্ঞাপন ৩ : - আমাদের এলাকার গলির মোরে অনেক দিন থেকে ভিক্ষা করতো 'মকবুল' নামক এক অন্ধ ভিক্ষুক । কয়েক মাস যাবত তাকে দেখিনা। একদিন তাকে দেখি বনানির কেএফসি তে ।

চোখও ঠিক হয়ে গেছে। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম কিভাবে এসব হল। উত্তরে বলল " একদিন আমি বনানিতে ভিক্ষা করতে করতে 'ইউনির্ভাসিটি অফ সাউথ এশিয়া'-র সামনে আসলাম। তাথপর ভিক্ষা নিতে ইউনির্ভাসিটির ভিতরে গেলাম। ব্যাস !! আমার চোখ ঠিক হয়ে গেল।

এখন একটা গার্মেন্স খুলছি । ভালই চলতেছে ব্যবসা। সবই 'ইউনির্ভাসিটি অফ সাউথ এশিয়া' এর গুনে। সম্ভব্য পরবর্তী বিজ্ঞাপন ৪ : - কলেজে আমার ক্লাসম্যাট ছিল মাসুদ । উচ্চতা ছিল ৪ ফিট ১১ ইঞ্চি।

সবাই তাকে "নাডা মাসুদ" বলে ক্ষ্যাপাত। কিছু দিন আগে তারসাথে দেখা হল ক্যর্ন্টমেন্টে। দেখি সে আর্মি অফিসার। জিজ্ঞাস করলাম ক্যামনে ? সে বলল, " আমাকে তো তোরা নাডা বলতি ! দেখআজ আমি ৬ ফিট লম্বা। 'ইউনির্ভাসিটি অফ সাউথ এশিয়া'তে ভতির পর পরই আমার উচ্চতা বাড়ে।

শুধু কমপ্লেইন খেলে হবে না, 'ইউনির্ভাসিটি অফ সাউথ এশিয়া'তে পড়তে হবে। "  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।