আমাদের কথা খুঁজে নিন

   

"প্রণয়ী"-নাসির শ্রাবণ

স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতে চাই।চরমভাবে আমি নব সৃজনে বিশ্বাসীএবং বি:শ্বাস করি মানবতার মুক্তি ।কিছু করতে চেষ্টা করি যাতে মানবকল্যান হয়। বল তুই বল,আজ সব ভুল বল জীবনটাকে,চিন্তাটাকে কিংবা অগোছালো পদ্যটাকে ভুল বল সবি ভুল বল চোখে চোখে চোখ,হাতে হাত কিংবা বুকে মাথা সবি ছিল ছল,তুই আজ বল। আলতো ছুমোয় ভরা সকাল দুপুর মনের জনালায় উঁকি দেয় ভোর বল তুই বল,আজ সব ভুল বল। সেই তো শুরু সিগারেট থেকে গাঁজার প্রথম পাঠে ভালো সব বলি বল-কেমন করে? তুই নেই আজ তাই সময় চলে না জমে না আড্ডা কিংবা সময়ের ভাবনা। ভাবছিস কি বল আজ বসে একা একা কার চোখে খুজিস তোকে আমায় ছাড়া শুধু আমি হারালাম বন্ধু কেমন করে হলো-আমি তো চাইনি অথচ আজ তুই একটাই কি আছে আমার,তুই ছাড়া বল? তোর তাগাদা ছাড়া আমি নিস্প্রভ ঐক্য,নিত্য নতুন ভাবনা কিংবা শপথ কিছুই সামনে যায় না প্রতিদিনের জীবনটাকে বড়ই অস্থির লাগে বাধাঁর সমস্ত দেয়াল তুই ছাড়া কে ভাঙ্গবে বল? দূর্দিনে-সু দিন প্রত্যাশার অনুপ্রেরনাই তুই তোকে ছাড়া কেমন করে পালাবে জীবনের হতশা -বল? ক্ষন জীবনের ক্ষন লীলায় তুই ছাড়া কে ভাসাবে নীল আকাশে বল? তোর প্রেমে ডুবে হই সারা তোকে ছাড়া বেঁচে থাকা মানে-হৃদয়হীনা! আর্তি,সুখ কিংবা যাতনায় কিছু নাই ভয় তুই আছিস তাই সব সয় উড়াবো জয়ের নিশান-চাইনা সান্ত্বনা যতদিন বাচি-ততদিন যাচি তুই আর আমি আছি পাশাপাশি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।