আমাদের কথা খুঁজে নিন

   

তারাবির নামাজ বনাম হিন্দি সিরিয়ালের লড়াই!

নিজের ভাবনা অন্যকে জানাতে ভালো লাগে। অনেক টিভি চ্যানেলেই দেখছি পবিত্র রমজানকে সামনে রেখে সংবাদ পাঠিকাদের মাথায় দিচ্ছে। সেই চ্যানেলগুলোতেই ঠিকই বহালতবিরতে চলছে সেই অশ্লিল বিজ্ঞাপন চিত্রগুলো। এটাকে আমরা বলতে পারি ধমানুভূতির সাথে বণিকবুদ্ধির লড়াই। তবে এটার ছেয়ে আমাদের সমাজে এক ভয়ানক বিষ ঢুকিয়ে দিয়েছে ভিন্নদেশি চ্যানেলগুলো।

বিশেষ করে ভারতীয় টিভি চ্যানেলগুলো। আজ কি বৃদ্ধ কি শিশু সকলেই মজেছে সেই চ্যানেলগুরোর চরম অশ্লিল আপত্তিকর সিরিয়ালগুলোর দিকে। এমনেই এক অভিজ্ঞতার কথা আপনার বলছি, আমাদের পাড়ার মসজিদ একেবারে ঘরের কাছে। খতম তারাবি চলছিল, এক তাগড়া বৃদ্ধ দেখি পরি তারাবি অর্ধেক শেষ করে দ্রুত মসজিদ থেকে বেরিয়ে আসছে। আমি মনে করলাম বেচারার বোধকরি টয়লেট চেপেছে।

তাই আমি একটু সামনে গিয়ে বললাম চাচা মসজিদেইতো টয়লেট আছে। চাচা বয়সি লোকটা আমার উপর তেলেবেগুনে জ্বলে উঠে বললে, রাখেন মিয়া আপনার টয়লেট এতক্ষণে মনে হয় প্রতিজ্ঞা শুরু হয়েগেছে। বুঝতে পারলাম ভদ্রলোকের মুখদিয়ে কথাটা নিজের অজান্তে বেরিয়ে এসেছে। কথাটা বলার সঙ্গে সঙ্গ জিহ্বায় কামড় দেওয়া দেখে বিষটা বুঝলাম। ঠিক ওই ভাবে বৃদ্ধের কামড় দেওয়ার মতো করেই আমাদের মনে ভারতীয় বুর্জোয়াদের এই ভোগবাদী সাংস্কৃতি ঢুকে পড়ছে।

এই সাংস্কৃতি আমাদেরতো নয়, খোদ ভারতীয় মেহনতি মানুষের জীবনের সাথেও কোন সম্পর্ক নেই। এই হিন্দি সিরিয়ালগুলো আমাদের রুচি সাংস্কৃতি সেই সাথে ধর্মানুভূতিতেও আঘাত করছে। তাই বলছি, যারা বাঙ্গালী জাতীয়তাবাদের কথা বলে, যারা ধমীয়মূল্যবোধের কথা বলে, কিংবা যারা ইসলামি রাষ্ট্রের কথা বলে তারা ক্ষমতায় গিয়ে এই চ্যানেলগুলো বন্ধ করে না কেন? ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।