আমাদের কথা খুঁজে নিন

   

সূরা আর রহমান : ৩৩ !! => NASA কোথা হইতে ছাড়পত্র পাইতেছে !!

লালন তোমার আরশী নগর আর কতদূর, আর কতদূর... অচেনা এক পড়শী খুজে কাটল সকাল, কাটল দুপুর.. হে জিন ও মানবকূল, নভোমন্ডল ও ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম কর। কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। -55:33 (সূরা আর রাহমান : ৩৩) সূত্র: Click This Link --- !! মানুষ ত মহাকাশে গেল ১৯৬৯ এ, চাঁদে গেল, মঙ্গল গ্রহে curiosity ল্যান্ড করল , সামনের দিন মানুষ ও যাবে, তাহলে এই "ছাড়পত্র" - টা কোথা থেকে NASA সংগ্রহ করল জানতে মঞ্চায়। সন্দেহাবলী: ১. তবে কি NASA আমাদের কে ভুগিচুগি বুঝাইতেছে, সত্যি সত্যি হয়ত তাহারা পৃথিবীর বাইরে কখনও যায় নাই, আমাদের কে ফটোশপ দিয়ে এডিট করা ছবি দেখাইতেছে!!! ২. নাকি মহান আল্লাহর সাথে হট কানেকশন করে প্রতিটি মিশনের আগে ছাড়পত্র সংগ্রহ করিয়া লইতেছে !! ৩. জানি না, http://www.quraanshareef.org এই সাইট টা হয়ত ইহুদি নাসারাদের তৈরি, তাই তারা হয়ত ভুল অনুবাদ দিয়া আমাদিগকে বিভ্রান্ত করিতেছে। --- ইদানীং শুনিলাম, বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয় ৬০ লক্ষ টাকা খরচ করিয়া একটি কুরআন শরীফের ওয়েব সাইট বানাইয়াছে। View this link ইন্টারনেটে এত এত বাংলা + ইংরেজী + আরবি কুরআনের ওয়েবসাইট থাকিতে কেন ৬০ লক্ষ টাকা খরচ করিয়া আরেকটা কোরআন ওয়েবসাইট বানাইতে হইল বোঝা গেল না, তবে হতে পারে, বাকি গুলো ত ইহুতি নাসারা রা মিলিয়া বিকৃত করিয়া ফেলিয়াছে। যাই হোক, অনেক আগ্রহ নিয়া সেই সহীহ হালাল কুরআনের সাইটে গিয়া চেক করিলাম সত্যই কি মহান আল্লাহ পৃথিবীর বাইরে যাবার আগে ছাড়পত্র নেওয়ার কথা বলিয়াছেন কিনা। ৬০ লক্ষ টাকার ওয়েব সাইটের ঠিকানা: Click This Link এখানে গিয়া সূরা আর রাহমান সিলেক্ট করিয়া সাবমিট বাটন চাপিয়া দেখিলাম আয়াত ৩৩ : হুমম, এখানেও দেখছি পরিষ্কার ভাবে পৃথিবীর বাইরে যাবার ব্যপারে সনদ পত্রের কথা উল্লেখ করা হইয়াছে !! তাহলে শেষমেষ কি দাড়াইল! ---- [[ অফ টপিক : এই আয়াতে দেখা যাচ্ছ আল্লাহ পাক ফরমাইয়াছেন যে, "ভূমন্ডলের প্রান্ত" অতিক্রম করা যাইবে না,... একটা গোলকের প্রান্ত হয় কোথায় ? প্রান্ত হয় ত সমতল ক্ষেত্রের !! ]]

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।