আমাদের কথা খুঁজে নিন

   

ডাচ বাংলার লাগামহীন অনিয়ম আর অত্যাচার আর কত ভাই?

আমি বাংলা'র, বাংলা আমার ঈদ উপলক্ষে বাড়ি যাওয়ার জন্য ১০০০ টাকা পাঠাল আজ দুপুরে বাড়ি থেকে। আমি মোটামুটি সব গোছগাছ করে একটু আগে গেলাম টাকাটা তুলে আনতে। [আমার অ্যাকাউন্ট আগে কার্ডে থাকলেও উনাদের লাগামহীন বাৎসরিক হাদিয়ায় অতিষ্ঠ হয়ে মোবাইল অ্যাকাউন্ট খুলি। ] টাকা তোলার সব প্রসেস শেষ করার পর স্ক্রিনে দেখাইলো টাইম আউট। আমি তো জায়গায় ব্রেক।

আবার চেষ্টা কইর‍্যা দেহি কয় আপনার অ্যাকাউন্ট এ কুনু টাকাই নাই। ফোন করলাম কল সেন্টারে অনেক প্যাঁচ গোছ কইর‍্যা ফোন চইল্যা গেলো এক মহিলার কাছে। উনারে সমস্যার কথা বললে উনি বলল আগামী রবিবার এর আগে আপনি তো অভিযোগ করতে পারবেন না। আর অভিযোগ করার ৩-৪দিন পর তারা হিসাব নিকাশ করে আমার টাকা আমার অ্যাকাউন্ট এ ফেরত দিবে, তারপর আমারে একখান খাড়া বাঁশ দিয়া কুকিল কণ্ঠে কইলো ধন্যবাদ। আর আমি অহন এক জনের পর একজনের কাছে টাকা ধার চাইয়া ফোন করতাছি।

বাসায়ও কওয়া যাইব না কারন আগের কালের মুরুব্বীরা এইসব বুঝে না। আরো একটা সতর্কবাণী তাদের জন্য, যাদের এই কুখ্যাত ব্যাংকে হিসাব আছে দয়া কইর‍্যা রবি থেকে মঙ্গলবারের মধ্যে হিসাব ক্লিয়ার কইরেন না হইলে অর্থকষ্টে ঈদ উদযাপন করিতে ব্যার্থ হইলে ডাচ বাংলা চক্ষে টিনের চশমা দিয়া কইবো ঈদ মুবারক, আমাদের সঙ্গে থাইক্যা আপনার টাকা দিয়া আমাগো সুদের ব্যাবসা করবার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।