আমাদের কথা খুঁজে নিন

   

লাইলাতুল-কাদর এর ছোট্ট এবং সুন্দর একটি দোয়া

গান গাই, আর মনরে বুঝাই আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই?অনেক দিন পর ব্লগে আসা। আজ রাত থেকে ইনশাল্লাহ রামাদানের শেষ ৫ টি বিজোড় রাত শুরু হতে যাচ্ছে। আল্লাহ ভাল জানেন এর মাঝে কোনটি কাদরের রাত। চলুন দেখি হযরত আয়েশা ( রা: ) হযরত মোহাম্মাদ ( সা: ) এর কাছে কাদর সম্পর্কে কি জানতে চেয়েছিলেন। Aishah (May Allah be pleased with her) reported: I asked: "O Messenger of Allah! If I realize Lailat-ul-Qadr ( Night of Decree ), what should I supplicate in it?" He ( PBUH ) replied, "You should supplicate: Allahumma innaka 'afuwwun, tuhibbul-'afwa, fa'fu 'anni ( O Allah, You are Most Forgiving, and You love forgiveness; so forgive me) ." [At-Tirmidhi]. হযরত আয়েশা ( রা: ) থেকে বর্ণিত... আমি জিজ্ঞাসা করি, "হে আল্লাহর রাসূল, আমি যদি বুঝতে পারি যে লাইলাতুল-কাদর, তাহলে আমার সে রাতে কি দোয়া করা উচিত?" তিনি ( সা: ) উত্তর দেন, "তোমার দোয়া করা উচিত: আল্লাহুম্মা ইন্নাকা 'আফুউউন, তুহিব্বুল-'আফওয়া, ফা' ফু 'আন্নি ( হে আল্লাহ, আপনি সবচাইতে ক্ষমাশীল, এবং আপনি ক্ষমা ভালবাসেন, তাই আমাকে ক্ষমা করুন )। " [তিরমিযি] اللهم إنك عفو تحب العفو فاعفُ عني‏ আরবী টা দিলাম যাতে 'আলিফ' এবং 'আইন' এর পার্থক্য বোঝা যায়। ছোট এবং সুন্দর একটি দোয়া ১। http://sunnah.com/riyadussaliheen/9/205  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।